এবারে আবার জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) বিরুদ্ধে পোস্টার পড়লো দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। যদিও এখানে বিধায়কের নাম উল্লেখ করা হয়নি তবুও ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে বিধায়কের কোন প্রতিক্রিয়া মেলেনি।
সোমবার সকালে দুর্গাপুর লাউদোহা বাসিন্দা তিলাবনি সংলগ্ন বাস স্ট্যান্ড এবং সরপির একটি হোটেল সহ বিভিন্ন জায়গায় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিরুদ্ধে পোস্টার পরে। সেখানে লেখা ছিল, “বালি চোর, কয়লা চোর এমএলএ আর নেই দরকার। ” বিষয়টিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি। অনেক তৃণমূল নেতা বলছেন এই ঘটনা বিজেপির কারসাজি। আবার গেরুয়া শিবিরের দাবি এর নেপথ্যে শাসকদলের অন্তর্কলহ রয়েছে।
চলতি মাসের শুরুর দিকে জিতেন্দ্র তিওয়ারি বিরুদ্ধে পোস্টার পড়া শুরু হয়েছিল পাণ্ডবেশ্বর এর বিভিন্ন এলাকাতে। তা নিয়ে পরবর্তীতে তুমুল বিতর্ক আরম্ভ হয়। সোমবার এই ঘটনার আবার পুনরাবৃত্তি হলো। গত নভেম্বরে তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার কথা বলেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। পরবর্তীতে তৃণমূল এই আবারও ফেরত যান জিতেন্দ্র। তার ঘর ওয়াপসি নিয়ে তার প্রতি দলের তার বিশ্বাস ফেরেনি বলেই এবার দাবি করছেন রাজনৈতিক মহলের একাংশ।