ছয় মাস বেতন পাননি, প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে আদিগঙ্গায় নামলেন শিক্ষক মিত্র সংগঠনের কর্মীরা
কলকাতা: মুখ্যমন্ত্রীর (Chief Minister) বাড়ির পিছনে আদিগঙ্গায় নামলেন শিক্ষক মিত্র সংগঠনের কর্মীরা। তাঁদের অভিযোগ, ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা। সেই দাবিতে আদিগঙ্গায় নেমে বেনজির প্রতিবাদ পার্শ্বশিক্ষকদের (Para Teacher)। পরে আদিগঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দেন শিক্ষামিত্রদের। একগুচ্ছ দাবি নিয়ে জলে নামেন তাঁরা। আজ, মঙ্গলবার (Tuesday) সকালে এমনই অভূতপূর্ব প্রতিবাদের ছবি দেখল কলকাতা (Kolkata)।
যদিও পরে পুলিশের অনুরোধ উঠে আসেন প্রতিবাদীরা। তবে এ জল যে বহু দূর গড়াবে, হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামিত্ররা। আদিগঙ্গার পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১০টা ২০ নাগাদ আলিপুর জেলের কাছে একটি দল জমায়েত করে। সেখানে পাঁচ ছ’জন ছিলেন। অপর একটি জমায়েত হয় আলিপুর পোস্ট অফিসের সামনে। পুলিশের যাতে কোনওরকম সন্দেহ না হয় তাই দু’ভাগে ভাগ হয়ে আসেন প্রতিবাদীরা।
এরপরই চুপচাপ চলে আসেন আদিগঙ্গার ধারে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আদিগঙ্গার খালে ঝাঁপ মারেন প্রতিবাদীরা। অত্যন্ত পরিকল্পিতভাবে এই প্রতিবাদ কর্মসূচি বলেই অনুমান। কারণ, তাঁদের হাতে যে প্ল্যাকার্ড ছিল জলে নামার আগে পর্যন্ত সেগুলি প্লাস্টিকে মুড়ে জামার ভিতরে ঢুকিয়ে রেখেছিলেন তাঁরা।পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
এদিকে পার্শ্বশিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ওনাদের আন্দোলনকে সমর্থন করছি। নিত্য়দিন ওনারা মুখ্য়মন্ত্রীর কাছে হন্য়ে হয়ে ঘুরছেন । অথচ ওনাদের দাবি শোনা হচ্ছে না। উল্টে প্রতিবাদকারীদের ওপর মিথ্য়ে মামলা চাপানো হচ্ছে। জেলে ভরা হচ্ছে। পশ্চিমবঙ্গে এই ধরনের অন্য়ায় হতে দেওয়া যাবে না। চাকরি চেয়ে রাজ্য়ের ছেলেমেয়েদের এরকম ভুগতে হবে, তা ভাবতেও পারা যায় না।