অরূপ মাহাত: আগাম সতর্কতা ছিল, এবার সরাসরি পাকিস্থানকে কালো তালিকাভুক্ত করল এফএটিএ। তাদের ৪০ টি শর্তের মধ্যে ৩২ টিই পূরণ করতে ব্যর্থ হয়েছে ইমরান খানের দেশ। যার প্রেক্ষিতে কালো তালিকায় পাকিস্তানের নাম ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা।
এশিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশগুলোতে দূর্নীতি বিষয়ে নজরদারি চালায় এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। মূলত ৪০ টি মাপকাঠির উপর নির্ভর করে সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোর একটি তালিকা প্রকাশ করে এই টাস্ক ফোর্স। সেখানেই অধিকাংশ শর্ত পূরণে ব্যর্থ হয় পাকিস্তান। সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সাহায্য ও আর্থিক দূর্নীতির অভিযোগে কালো তালিকাভুক্ত হয় পাকিস্তান। এর ফলে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে বাধার সৃষ্টি হতে পারে। সন্ত্রাস দমনে অসহযোগিতার অভিযোগ তুলে অর্থ সাহায্য বন্ধ করতে পারে আইএমএফ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়ন। পাকিস্তান জুড়ে অর্থনৈতিক সংকট তৈরী হতে পারে।
জুন মাসেই সন্ত্রাসবাদ বিষয়ে পাকিস্থানকে সতর্ক করে এফএটিএ। যা নিয়ে ৪৫০ পাতার নথি জমা দেয় ইসলামাবাদ। কিন্তু কোনভাবেই ৪১ সদস্যের এই সংস্থাটিকে সন্তুষ্ট করতে পারেনি ইমরান খানের প্রশাসন।