নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব। তারমধ্যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কটাক্ষ করেছেন। আজ অর্থাৎ বুধবার পিছাবনী সভা থেকে শুভেন্দু অধিকারী ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি রাজ্য সরকার ও রাজ্যের উন্নতিতে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জিত অবশ্যম্ভাবী। বাংলায় প্রকৃত পরিবর্তন হবে।
শুভেন্দু অধিকারী আজ পিছাবনী সভা থেকে রাজ্যের বিরুদ্ধে আম্ফান ত্রান দুর্নীতি প্রসঙ্গে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “আমার এলাকায় তৃণমূল কর্মী বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছেন। কিন্তু পাঁচ পয়সার লিডার যাদের হাতেখড়ি দিয়েছিলাম তারা এখন হুমকি দিচ্ছে। কেউ বিজেপি কর্মসূচিতে গেলে তাদের প্রকল্পের টাকা আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হচ্ছে। এসব একদম ঠিক নয়।” এছাড়া তিনি সাধারণ মানুষ উদ্দেশ্যে বলেছেন, “কেউ ভয় পাবেন না। প্রধানমন্ত্রীর প্রকল্পের টাকা কেউ আটকাতে পারবে না।” এছাড়া দলবদল ট্রেন্ড প্রসঙ্গে তিনি বলেছেন, “আমফানের ত্রাণ যারা চুরি করেছে তাদের কোনো ভাবেই বিজেপিতে জায়গা দেওয়া হবে না।”
প্রসঙ্গত উল্লেখ্য, আজ পিছাবনী থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হলো। এটি শেষ হবে কাঁথিতে। একুশে নির্বাচন যতই এগিয়ে আসে ততই দলবদল ট্রেন্ড বড় হচ্ছে। একপ্রকার তৃণমূল নেতা মন্ত্রীদের হিড়িক লেগেছে বিজেপিতে যোগদান করার জন্য। অনেকে দুর্নীতি ঢাকতে বিজেপিতে যোগদান করার চেষ্টা করছে। এসবের মাঝে শুভেন্দু দলবদলে ইতি টানার কথা বেশ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।