দেখা দিচ্ছে করোনার নয়া প্রয়াতি, হতে পারে দেশ জুড়ে ফের লকডাউন
নয়াদিল্লি: ফের লকডাউনের (Lockdown) সম্ভাবনা, দেশে এবার করোনার (Coronavirus) নতুন প্রজাতি! করোনা করোনা আর করোনা, প্রায় ১ বছর ধরে গোটা বিশ্বকে এক্কেবারে বাড়িতে ধুকিয়ে দিয়েছে এই মারণভাইরাস। তবে এই ভাইরাসের প্রভাব কিছুটা কমেছে আমাদের দেশে। তবে এখনও মহারাষ্ট্রের (Maharashttra) মত রাজ্যের প্রভাব ফের নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। আর যখন এই অবস্থা দেশে ঠিক তখনই সারা দুনিয়ার কপালে ভাঁজ ফেলেছে করোনার দক্ষিণ আফ্রিকা (South Africa) এবং ব্রাজিলীয় প্রজাতি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজারের কাছাকাছি। করোনায় মৃত্যু গত কয়েকদিনে একশো জনের নীচে নেমেছিল। কিন্তু আজ ফের দেখা গেছে, ভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের।সবথেকে ভয়ঙ্কর অবস্থা মহারাষ্ট্রে। গত সাত দিনে এই রাজ্যে সংক্রমণের হার বেড়েছে ব্যাপকভাবে। মুম্বাই তে ১০ হাজারের বেশি বাড়ি সিল করে দেওয়া হয়েছে।
ফের লকডাউনের সম্ভাবনা, করোনার নতুন প্রজাতির ভাইরাস মিলেছে দেশে। চিন্তিত দেশের বিশেষজ্ঞরা। করোনার প্রথম ঢেউ যেভাবে ছড়িয়েছিল, দ্বিতীয় ঢেউ সেই একইভাবে এগোচ্ছে। মহারাষ্ট্র সরকার যেকোন মুহুর্তে ঘোষণা করতে পারে লকডাউন। এদিকে, ভারতে বিদেশ থেকে আসা চার জনের মধ্যে করোনার দক্ষিণ আফ্রিকার প্রজাতি মিলেছে। এক জনের মধ্যে ব্রাজিলীয় প্রজাতি মিলেছে। তিনিও বিদেশ থেকেই এসেছেন। অতি ছোঁয়াচে এই প্রজাতি। তাই আর দেরি না করে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। কি সেই নির্দেশিকা? আসুন জেনে নিন।
১) ভারতে আসার বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। সেই করোনা পরীক্ষার রিপোর্ট অবশ্যই নেগেটিভ আসতে হবে।
২) যাঁরা দেশে পরিবারের কারও মৃত্যুর খবর পেয়ে আসছেন, শুধু তাঁদের ছাড় দেওয়া হবে।
৩) বিমানবন্দরে নামার পরেও যদি করোনার উপসর্গ ধরা পড়ে, তাহলে আইসোলেশনে রাখা হবে।
৪) সমস্ত যাত্রীদের কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের পর্যবেক্ষক অফিসারদের তালিকা ও ফোন নম্বর দেওয়া হবে। পরে করোনার উপসর্গ দেখা দিলে ফোন করে জানাতে হবে।
৫) ব্রিটেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীদের জন্য এসব নিয়ম প্রযোজ্য নয়।