নিউজরাজ্য

খোলা স্থানে ‘ যুগল নয়’ পুরুলিয়া দেখা গেল বজরং দলের পোস্টার

বাঁকুড়ার পরে এইবার জঙ্গলে পোস্টার করতে দেখা গেল পুরুলিয়ায়, পোস্টার জুড়ে লেখা জয় শ্রীরাম 

Advertisement

“খোলা জায়গায় যেন কোনও যুগলকে না দেখা যায়” পুরুলিয়ায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সতর্কীকরণ পোস্টারে বিতর্ক সৃষ্টি হয়েছে পুরুলিয়ায়। কিশোর-কিশোরী তরুণ-তরুণী সবার মনেই জ্বলছে ক্ষোভের আগুন। স্বরসতী পূজাকে সামনে রেখে হুগলি, বাঁকুড়ার, পড়ে এইবার পুরুলিয়াত দেখা গেল বজরং দলের পোস্টার। সরস্বতী পুজো পার হয়ে গেলেও এমন পোস্টার দেখা গিয়েছে পুরুলিয়া এবং তার সংলগ্ন অঞ্চলে। এই পোস্টার বজরং দলের বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে৷

আগের বুধবার থেকেই পুরুলিয়ার একাধিক জায়গায় দেখা গিয়েছে পোস্টার। বৃহস্পতিবার তথা আজ সকাল থেকেই জেলায় ছেয়ে গিয়েছে বজরং দলের পোস্টার। ছাপানো ঐ পোস্টারে লেখা রয়েছে,”বাংলার বিদ্যার দেবী সরস্বতী পুজো। যা অনেক বাঙালি মনে করেন ‘ভালোবাসা’–র উৎসব, ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। সুতরাং বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে ওই দিন খোলা জায়গায় কোন যুগল যেন দৃষ্টিতে না আসে। দৃষ্টিকটু অবস্থায় না দেখা যায়। এরকম ঘটনায় তাদের বাবা–মায়ের সাথে আলোচনা বা প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচনের পর বিজেপি সরকার পশ্চিমবঙ্গে লাভ জিহাদ ও ব্যাভিচারের বিরুদ্ধে আইন আনবে এবং বাঙালি যুবক–যুবতীদের চরিত্রের উন্নতির জন্য নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে”। পোস্টারের তলে লেখা রয়েছে দেশের বল, বজরং দল।

এছাড়া পোস্টার জুড়ে রয়েছে জয় শ্রীরাম শব্দও। এই পোস্টারের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক শিবির। দলের জেলা মুখপাত্র বলেন,”সরস্বতী পুজোয় কিশোর–কিশোরী থেকে তরুণ–তরুণীরা একসাথে বসন্ত পঞ্চমী উৎসবের আয়োজন করেন। এটাই বাঙালির রীতি। কিন্তু তা বন্ধ করার ফতোয়া বাঙালি কোন ভাবেই মেনে নেবে না। আমরা এই পোস্টারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

Related Articles

Back to top button