রাজীব ঘোষ: সংযুক্ত আরব আমীরশাহী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে পাঠানো শোকবার্তায় বলেন, একজন মূল্যবান বন্ধুকে হারালাম।গত কয়েক দশক ধরে ওকে চিনি। বিজেপির সঙ্গে অরুণ জেটলির সম্পর্ক ছিল অটুট।জরুরী অবস্থার সময় ছাত্রনেতা হিসেবে তার আন্দোলনের ফলে দলের এক লড়াকু নেতা হয়ে উঠেছিলেন অরুণ জেটলি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও লিখেছেন, অরুণ জেটলি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন।দেশের সংবিধান, ইতিহাস, প্রশাসন সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল।তার হাত ধরে দেশের অর্থনীতির উন্নতি হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্হা শক্তিশালী হয়েছে, দেশের মানুষের ভালোর জন্য আইন তৈরী হয়েছে।রাজনীতিবিদ হিসেবে অনেক উচুতে তার স্হান ছিল।প্রানবন্ত মানুষ ছিলেন তিনি।ওর চলে যাওয়া বেদনার।ওর স্ত্রী এবং পুত্র রোহনের সঙ্গে কথা বলে শোকজ্ঞাপন করেছি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে থাকাকালীন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুর খবর পেয়েছেন।