মার্চের প্রথমে ভারতের বাজারে আসতে চলেছে ইলেকট্রিক ট্রাক্টর, ফুল চার্জে চলবে ৮ ঘন্টা
বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ একটা গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকারখানা থেকে শুরু করে গাড়িতে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত দহনের ফলে বায়ুদূষণে কলুষিত হয়ে যাচ্ছে বিশ্ব। আর ভবিষ্যতের কথা ভেবে গোটা মানবজাতি বর্তমানে পরিবেশ দূষণ কমানোর উদ্দেশ্যে নিরন্তন চেষ্টা করে যাচ্ছে। মানুষটা বুঝেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তুলনায় ইলেকট্রিক গাড়ি বা বাইক আমাদের ভবিষ্যৎ হতে পারে। এই ইলেকট্রিক গাড়ি বাইকের দুনিয়াকে খুব তাড়াতাড়ি মেনে নিতে হবে মানবজাতিকে।
বর্তমানে আমাদের দেশ তথা গোটা বিশ্বে ইলেকট্রিক গাড়ি বা বাইক কেনার প্রবণতা বাড়ছে গ্রাহকদের। আর গ্রাহকরা ইলেকট্রিক বাইক বা গাড়ি কেনার চাহিদা দেখানোয় কোম্পানিগুলি আরো উন্নত প্রযুক্তি আনার বিষয় মনোনিবেশ করেছে। তবে এবার আজকের প্রতিবেদনে কোন নতুন গাড়ি বা বাইকের কথা জানাবো না। কৃষিক্ষেত্রে চাষ করার অন্যতম প্রয়োজনীয় যন্ত্র হল ট্রাক্টর। এই ট্রাক্টর এবার চলবে ইলেকট্রিকে। আসলে দেশের পরিবহন মন্ত্রী নীতিন গাটকরি এবার ভারতের প্রথম সিএনজি ট্রাক্টর এর পর শুক্রবার ইলেকট্রিক ট্রাক্টর লঞ্চ করবেন। তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে আমি ভারতে ইলেকট্রিক ট্রাক্টর লঞ্চ করব। এই লঞ্চ “go electric” প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে।
ভারতের বাজারে ইলেকট্রিক ট্রাক্টর বলতে গত বছরের ডিসেম্বর মাসে সোনালিকা ট্রাক্টর কোম্পানি তাদের ইলেকট্রিক ট্রাক্টর Tiger লঞ্চ করেছিল। কোম্পানি তরফে জানানো হয়েছে তাদের এই ইলেকট্রিক ট্রাক্টর ইউরোপের প্রযুক্তিতে তৈরি। এতে ২৫.৫ kw এর ন্যাচারাল কুলিং কম্প্যাক্ট ব্যাটারি আছে। এই ডাক্তার একবার ফুল চার্জ হতে সময় নেবে ১০ ঘন্টা। ট্রাক্টর এর সর্বোচ্চ গতি ২৪.৯৩ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রাক্টর এক চার্জে ৮ ঘন্টা অবধি কাজ করতে পারবে। ভারতের বাজারে এই ট্রাক্টরের এক্স শোরুম মূল্য ৫.৯৯ লাখ টাকা।