নয়াদিল্লি: সিবিআই (CBI) দাবি করেছিল,সারদা মামলায় (Sarada Case) কলকাতার (Kolkata) প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে (Rajib Kumar) নিজেদের হেফাজতে নিয়ে তারা আবার জেরা করতে চায় বলে। সিবিআই সেই কারণে ডিসেম্বরের (December) শেষে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিল। অর্থলগ্নি সংস্থার তদন্তে সেই আবেদনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার অবমাননার মামলাও। আজ, মঙ্গলবার (Tuesday) সুপ্রিম কোর্টে সেই মামলা উঠতে চলেছে।
সূত্রের পাওয়া খবর অনুযায়ী, সর্বোচ্চ আদালতে বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে মামলাটি শুনানি হতে পারে। তালিকায় দু’নম্বরে থাকায় আজই তার শুনানি হতে পারে বলে তদন্তকারী সংস্থার দাবি। এর আগেও কয়েক বার তালিকাভুক্ত হয়ে শেষ পর্যন্ত মামলাটির শুনানি হয়নি। আদালত সিবিআইয়ের আবেদন মঞ্জুর করলে দেশ জুড়েই হইচই পড়ে যাওয়ার কথা। এই মুহূর্তে রাজ্যের একটি দফতরের সচিব পদে রয়েছেন রাজীব।
সিবিআইয়ের একটি মহল জানিয়েছে, বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার ২০১৩ সালে সারদা অর্থ লগ্নি সংস্থার মামলায় রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল ‘সিট’-এর দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন।
সিবিআই জানিয়েছে,”সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদা-সহ সমস্ত অর্থ লগ্নি সংস্থার টাকা ও সুবিধা নিয়ে সর্বশেষ সুবিধা কারা ভোগ করেছিলেন তা তদন্ত করতে হচ্ছে। এ ব্যাপারে রাজীব কুমার এ যাবৎ সহযোগিতা করেননি। ফলে তাঁকে হেফাজতে নেওয়া জরুরি।”