চলতি মাসে তৃতীয়বারের জন্য বৃদ্ধি পেল রান্না গ্যাসের দাম, এক মাসে দাম বাড়লো ১০০ টাকা
গত বুধবার মধ্যরাতে রান্নার গ্যাসের দাম ফের ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে
একদিকে যেমন করোনা ভাইরাস সমগ্র বিশ্ববাসীর সুখ-স্বাচ্ছন্দ কেড়ে নিচ্ছে ঠিক তেমনি দেশজুড়ে প্রত্যেকটি জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কপালে ভাঁজ ফেলছে। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খুঁটিনাটি সব জিনিসের দাম বাড়তেই থাকছে। এরকম করে চলতে থাকলে মধ্যবিত্ত মানুষ কি করে তাদের দিন যাপন করবে সেটা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। মধ্যবিত্ত মানুষের আয় এক রয়ে গেলেও, মূল্যবৃদ্ধির কারণে তাদের বেঁচে থাকার জন্য ব্যয় করতে হচ্ছে অনেক। এবার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের শান্তি উজার করতে এবার ফের দাম বাড়লো রান্নার এলপিজি গ্যাসের। গত বুধবার মধ্যরাতে ফের ২৫ টাকা গ্যাসের দাম বৃদ্ধি পেল।
চলতি মাসে গ্যাসের দাম এই যে প্রথমবার বৃদ্ধি পেল, এমনটা নয়। বরং এই মাসে তৃতীয়বার গ্যাসের দাম বৃদ্ধি পেল। আগের দফায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়ে এখনো দু সপ্তাহ কাটেনি। শুনলে অবাক হবেন যে এক মাসের মধ্যে তৃতীয়বার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে মোট দাম বেড়েছে ১০০ টাকা। বর্তমানে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন গ্যাসের দাম কলকাতা শহরে হয়ে দাঁড়িয়েছে ৮২০.৫০ টাকা। চলতি মাসে বারংবার গ্যাসের দাম বৃদ্ধি পেলেও ভর্তুকি তেমন একটা বৃদ্ধি পায়নি। এবারেও দাম বৃদ্ধির পর গ্যাসের দামে যে অতিরিক্ত ভর্তুকি পাওয়া যাবে তা নিয়ে কোনো আশা নেই। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫ টাকা কমে নতুন দাম হয়েছে ১৫৮৪ টাকা।
রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির দাবি যে ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের দাম এর জন্য এরকমভাবে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে প্রশ্ন উঠছে যে পরপর দু’বার কি করে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলো? অন্যদিকে কেন্দ্র বারংবার গ্যাসের দাম বৃদ্ধি করল তার সাথে ভর্তুকি আদেও বাড়বে নাকি তা নিয়ে স্পষ্ট কিছু বলছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার উজ্জ্বলা প্রকল্প ঢাকঢোল পিটিয়ে প্রচার করলেও প্রশ্ন উঠছে যে একটা গরীব মানুষ কি ৮২০ টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে পারে?