মোতেরায় দুরন্ত ৬ হিটমেনের, ১০ উইকেটে জিতে পিঙ্ক টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বিরাট বাহিনী

গুজরাট: ৬ মেরে টেস্ট (Test) জেতালেন 'হিটম্যান' রোহিত শর্মা (Rohit Sharma)! ব্রিটিশদের উড়িয়ে ২-১ এ এগিয়ে গেল বিরাট বাহিনী। সত্যিই ঐতিহাসিক, দেড় দিনেই জিতে গেল ভারত (India)। ৫ দিনের টেস্ট…

Avatar

গুজরাট: ৬ মেরে টেস্ট (Test) জেতালেন ‘হিটম্যান’ রোহিত শর্মা (Rohit Sharma)! ব্রিটিশদের উড়িয়ে ২-১ এ এগিয়ে গেল বিরাট বাহিনী। সত্যিই ঐতিহাসিক, দেড় দিনেই জিতে গেল ভারত (India)। ৫ দিনের টেস্ট মাত্র দু দিনেই শেষ করে ফেলল ভারত। মোতেরার (Motera) আলোচিত পিচে ভারতের সামনে জয়ের জন্য টার্গেট ছিল মাত্র ৪৯ রান।

কোনও উইকেট না হারিয়েই ভারত সেই রান স্কোরবোর্ডে তুলে ফেলল। শুভমান গিল ১৫ এবং রোহিত শর্মা ২৫ রানে অপরাজিত থাকলেন। ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস   গুটিয়ে গিয়েছিল ১৪৫ রানে। ৬.২ ওভার হাত ঘুরিয়ে ৮ রানে ৫ উইকেট পেয়েছিলেন  ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তাঁর কেরিয়ারে এটা সেরা বোলিং ফিগার। জ্যাক লিচ নিলেন চার উইকেট। রোহিত (৬৬) ছাড়া কেউই তেমন রান পায়নি।

ফলে প্রথম ইনিংসে কেবল ৩৩ রানেরই লিড পেল ভারত । তারপর এইনলান্দ ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের দাঁড়াতেই পারল না । অক্ষর-অশ্বিনের দাপটে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। জয়ের জন্য ভারতের মাত্র ৪৯ রান দরকার। দ্বিতীয় ইনিংসেও ৫টি উইকেট নেন অক্ষর প্যাটেল। পাশাপাশি, ৪টি উইকেট যায় অশ্বিনের দখলে। আর একটি উইকেট নেন ওয়াশিন্টন সুন্দর।

ফলে প্রথম ইনিংসে কেবল ৩৩ রানেরই লিড পেল ভারত । তারপর এইনলান্দ ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের দাঁড়াতেই পারল না । অক্ষর-অশ্বিনের দাপটে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। জয়ের জন্য ভারতের মাত্র ৪৯ রান দরকার। দ্বিতীয় ইনিংসেও ৫টি উইকেট নেন অক্ষর প্যাটেল। পাশাপাশি, ৪টি উইকেট যায় অশ্বিনের দখলে। আর একটি উইকেট নেন ওয়াশিন্টন সুন্দর।

৪টি উইকেট নিয়ে নতুন রেকর্ড করলেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মালিক হলেন তিনি। দ্বিতীয় ইনিংসে জোফরা আর্চারকে আউট করে মাইলস্টোনে পৌঁছন অশ্বিন। এই পরিমাণ উইকেট পেতে তাঁর ৭৭ টি টেস্ট লাগলো। অন্য ভারতীয় যারা ৪০০-র বেশি টেস্ট উইকেট পেয়েছেন তাঁরা হলেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)।