সোনার সংসারে রানীমার মাথায় সেরার মুকুট, রাধিকার ঝুলিতে তিনটি পুরস্কার
25 শে ফেব্রুয়ারি হয়ে গেল জনপ্রিয় অ্যাওয়ার্ড সেরেমনি ‘জি বাংলা সোনার সংসার 2021’। নাচে-গানে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে উঠেছিল জমজমাট। সারা বছর সেরা পুরস্কারটি পাওয়ার প্রত্যাশায় থাকা অভিনেতা-অভিনেত্রী ও কলাকূশলীদের হাতে এদিন উঠল সোনালি রঙের ট্রফি। এই বছর ‘জি বাংলা সোনার সংসার’-এর বিশেষ অতিথি ছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ (Prasenjit chatterjee), শুভশ্রী subhasree ganguly)-রাও।
চলতি বছরের সেরা ধারাবাহিক নির্বাচিত হল ‘করুণাময়ী রানী রাসমণি’। সেরা নায়িকার পুরস্কার পেলেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) । ‘সেরা জামাই’-এর পুরস্কার পেলেন ‘মথুর’ গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee) এবং সেরা সহ-অভিনেতা হলেন ‘গদাধর’ সৌরভ (sourav)। ‘প্রিয় শ্বশুর’,’ প্রিয় শাশুড়ি’, ‘প্রিয় স্বামী’,’ প্রিয় ননদ’, ‘সেরা অভিনেত্রী’,’ সেরা সহ-অভিনেত্রী’, ‘প্রিয় বৌমা’ সহ আটটি বিভাগে পুরস্কার জিতে নিলেন ‘যমুনা ঢাকি’ টিম। ‘প্রিয় দেওর’-এর পুরস্কার এল ‘করুণাময়ী রানী রাসমণি’-র ‘ভুপাল’-এর ঝুলিতে।
টিম ‘কৃষ্ণকলি’ এই বছর জিতে নিয়েছে দশটি পুরস্কার। ‘সেরা ছেলে’ ও ‘প্রিয় নায়ক’-এর পুরস্কার পেলেন ‘নিখিল’ নীল ভট্টাচার্য (Nil bhattacharya)। অপরদিকে নীলের সঙ্গে যুগ্মভাবে ‘প্রিয় নায়ক’ হলেন ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক ‘কর্ণ’ ক্রুশল আহুজা (krushal ahuja)। অপরদিকে ক্রুশল ও ‘রাধিকা’ স্বস্তিকা দত্ত (swastika dutta) এবং নীল ও ‘শ্যামা’ তিয়াসা রায় (Tiasa Roy) যুগ্মভাবে পেলেন ‘সেরা জুটি’-র পুরস্কার। এছাড়াও স্বস্তিকা পেলেন ‘সেরা বৌমা’ ও ‘জনপ্রিয়তা মুখ’-এর পুরস্কার। ‘সেরা সংসার’-এর পেল ‘কৃষ্ণকলি’। ‘জি ফাইভ’-এর ‘সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক’-এর পুরস্কার পেল ‘করুণাময়ী রানী রাসমণি’। একঝাঁক ‘সেরা নতুন সদস্য’-এর মধ্যে রয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’-র ছোট্ট সারদাও। ‘প্রিয় মা’-এর পুরস্কার পেলেন টিম ‘ফিরকি’। টিম ‘কি করে বলবো তোমায়’ পেয়েছে মোট পাঁচটি পুরস্কার।