Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

ব্রিগেডে আব্বাসের বক্তব্য না পসন্দ বামেদের, আরো জটে জোট

রবিবার বামফ্রন্ট ব্রিগেডের সভা থেকে আই এস এফ এর প্রধান আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) বক্তব্য সমর্থন করলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)।

Advertisement

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জোটে আহ্বান করে প্রয়োজনীয় সিট ছেড়ে দিয়ে বেশ চাপে পড়ে গেছে বামফ্রন্ট। রবিবার বামফ্রন্ট ব্রিগেডের সভা থেকে আই এস এফ এর প্রধান আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) বক্তব্য সমর্থন করলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। সোমবার অনুষ্ঠিত তারপর বাম কংগ্রেসের বৈঠকের পর সাংবাদিকদের এমনটাই ইঙ্গিত দিলেন বিমান বসু। বিমান বসু বললেন, “প্রত্যেকটা দলের একটা সর্বসম্মত মত থাকে। এটা আলাদা বক্তব্য থাকে।আশা করি তার থেকে বাইরে বেরিয়ে গিয়ে অন্য কেউ অন্য কিছু মন্তব্য করবেন না বা এমন কোন আচরণ করবেন না।” বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই কথা থেকে স্পষ্ট এবারে, আব্বাস সিদ্দিকী যে মন্তব্য করেছেন তা একেবারেই পছন্দ হয়নি বামফ্রন্টের।

বাম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে এক প্রস্থ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দুপুরে বৈঠকের কথা থাকলেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Choudhury)। মুর্শিদাবাদে চলে যান। মাঝপথে আবার ফিরে এসে বিধান ভবনে বৈঠকে যোগ দিয়েছিলেন। অন্যদিকে সন্ধ্যেবেলা জোটের খবরা খবর জানানোর জন্য বিমান বসু এবং অধীর চৌধুরী যৌথ সাংবাদিক বৈঠকে বসেছিলেন। সেখানেই প্রশ্ন ওঠে ব্রিগেড মঞ্চ থেকে কংগ্রেসকে দেওয়া আব্বাস সিদ্দিকীর বার্তা নিয়ে। কংগ্রেসের তরফ থেকে জানানো হয় জোটের কমন কথা না বলে নিজেদের মতন ভাষণ রাখা খুব একটা কিন্তু ভালো হয়নি। এটা খুব অপ্রত্যাশিত ছিলো।

অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের অংশগ্রহণ নিয়ে তার অবস্থান স্পষ্ট করে দিলেন। তিনি বললেন, “বামেদের সঙ্গে জোট সমঝোতা বেশ ভালোভাবেই এগোচ্ছিল। আমরা অনেকগুলি আসন সমঝোতা করে ফেলেছিলাম। তারমধ্যে আইএসএফ অংশ নেওয়ায় নতুন করে মডেলিং করতে হচ্ছে গোটা পদ্ধতি।” অন্যদিকে আইএসএস বাম কংগ্রেসের জোট এর অংশীদার হওয়া নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছেন। যদি আগামী দু’দিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে কংগ্রেস, এমনটাই জানিয়েছেন অধীর চৌধুরী।

Related Articles

Back to top button