অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-এর কাছে 2021 সত্যিই স্পেশ্যাল। কিছুদিন আগেই গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেড কাপের্টে নিজেদের আলো ছড়িয়ে দিয়েছেন এযুগের অপর্ণা অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অপু অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun chakraborty)। সত্যজিৎ রায়(satyajit Ray) পরিচালিত ‘অপুর সংসার’-এর ছায়ায় তৈরী হয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্র (subhrajit mitra)- এর ‘অভিযাত্রিক’। সাদা-কালোয় তৈরী এই ফিল্মের প্রথম স্ক্রিনিং হয়েছে 26 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দিতিপ্রিয়া ও অর্জুন দুজনেই নিজেদের ইনস্টা স্টোরিতে গোয়া চলচ্চিত্র উৎসবের কিছু মুহুর্ত শেয়ার করেছেন। ছবিগুলিতে টিনএজ দিতিপ্রিয়ার পরনে ছিল লং ফিউশন কুর্তি ও ট্রাউজার। বব কাট চুলকে সেট করে হালকা মেকআপে দিতিপ্রিয়া বজায় রেখেছিলেন তাঁর অপাপবিদ্ধতা।
এবার স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (sabitri chatterjee)-এর ভূমিকায় অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া। গত বছরেই পরিচালক অতনু বোস (Atanu Bose) তাঁর আগামী ফিল্ম ‘অচেনা উত্তম’-এর ঘোষণা করলেও লকডাউনের জন্য তা স্থগিত হয়ে যায়। 3 রা মার্চ শহরের একটি পাঁচতারা হোটেলে এবার আনুষ্ঠানিক ভাবে শুভ মহরত হল ‘অচেনা উত্তম’-এর। শুভ মহরতে সবার সামনে মহানায়ক উত্তমকুমার (uttam kumar)-র বেশে উপস্থিত হলেন শাশ্বত চট্টোপাধ্যায় (shaswata chatterjee)। তবে উত্তম কুমারের চরিত্র চিত্রণ যে তাঁর কাছে যথেষ্ট চাপের, তা তাঁর কথাতেই বোঝা গেল। শুভেন্দু চট্টোপাধ্যায় (shubhendu chatterjee)-র ছেলে হওয়ার সুবাদে মহানায়ককে খুব কাছ থেকে দেখেছেন শাশ্বত। সেই কারণে তিনি জানেন পর্দার উত্তম কখনও বাস্তবের মহানায়কের কাছাকাছি পৌঁছাতে পারবেন না। তবে শেষ পর্যন্ত শাশ্বতর নিপুণ অভিনয় বলবে শেষ কথা।
দিতিপ্রিয়ার কাছেও সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় যথেষ্ট চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন তিনি। উত্তমকুমারের প্রিয় ‘সাবু’ হয়ে উঠতে ‘রাণীমা’কে অনেক হোমওয়ার্ক করতে হবে, তা তাঁর কথা শুনেই বোঝা যাচ্ছিল। মহানায়িকা সুচিত্রা সেন(Suchitra sen)-এর চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna sengupta)। তিনিও মিসেস সেন-এর সুচারু চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পারবেন, এখন সেটাই দেখার।
উত্তম-জায়া গৌরী দেবী (Gouri Devi)-র চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)। ‘ছবিয়াল’-এর পর দ্বিতীয়বার স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন শাশ্বত ও শ্রাবন্তী। তবে গৌরী দেবীর মেয়েবেলার চরিত্রে অভিনয় করবেন স্নেহা দাস (sneha das)। এছাড়াও উত্তমকুমারের ঘনিষ্ঠ পরিচালক সলিল দত্ত (salil dutta)-র ভূমিকায় অভিনয় করবেন অরিন্দম বাগচী (Arindam Bagchi)। শক্তি সামন্ত (shakti shamanta)-র চরিত্রে অভিনয় করবেন অনিন্দ্য সরকার (Anindya sarkar)। এছাড়াও এই ফিল্মে অভিনয় করছেন সম্পূর্ণা লাহিড়ী (Sampurna lahiri) এবং ‘করুণাময়ী রানী রাসমণি)-র ‘মা সারদা’ অয়না চট্টোপাধ্যায় (Ayana chatterjee)।
অলকানন্দা আর্টস প্রাইভেট লিমিটেড-এর প্রযোজনায় নির্মিত ‘অচেনা উত্তম’-এর শুটিং শুরু হচ্ছে মার্চ মাস থেকে। তবে এটুকু বলা যায় অতনু বোস হয়তো মহানায়ককে নিয়ে আরেকটু ভেবে ছবি বানালে পারতেন। বাঙালির মহানায়ক উত্তমকুমার অচেনা নন। তাই আজও তাঁর স্থান বাঙালি হৃদয়ে অক্ষুণ্ণ। দর্শক অপেক্ষায় থাকবেন ‘অচেনা উত্তম’-এর রিলিজের। ‘অচেনা উত্তম’-এর চিত্রনাট্যই বলে দেবে সত্যিই উত্তমকুমার অচেনা কিনা!