বড়ো সুখবর! রেকর্ড গড়ে পতন সোনার দামে, একধাক্কায় কমলো ১৪ হাজার টাকা

বেশ কয়েকদিন ধরেই সোনার দাম নিয়ে বেশ ভাবনাচিন্তা করছেন সোনার ব্রোকার এবং ব্যবসায়ীরা। কারণ দিন কয়েক হয়ে গেল ক্রমাগত রেকর্ড হারে পতন হয়ে চলেছে সোনার দামে। এবারে আরো একবার রেকর্ড…

Avatar

By

বেশ কয়েকদিন ধরেই সোনার দাম নিয়ে বেশ ভাবনাচিন্তা করছেন সোনার ব্রোকার এবং ব্যবসায়ীরা। কারণ দিন কয়েক হয়ে গেল ক্রমাগত রেকর্ড হারে পতন হয়ে চলেছে সোনার দামে। এবারে আরো একবার রেকর্ড পতন হলো সোনার দামে। এক ধাক্কায় কলকাতায় সোনা সস্তা হলো ১৪,০০০ টাকা।

এই ঝড়ের গতিতে পতন শুধুমাত্র কলকাতা নয় সারা দেশে একইভাবে হয়েছে। দেশের বড় বড় শহরগুলিতে সোনার দাম কিছুটা এরকমই বর্তমানে। কলকাতায় এখন ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪,৭০০ টাকা (কমেছে ৬১ টাকা)। ৮ গ্রামের দাম ৩৭,৬০০ টাকা (কমেছে ৪৮৮ টাকা)। ১০ গ্রামের দাম ৪৭,০০০ টাকা (কমলো ৬১০ টাকা)।

অপরদিকে কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম বর্তমানে ৪,৪৩০ টাকা (৬১ টাকা কম)। ৮ গ্রামের দাম আছে ৩৫,৪৪০ টাকা (কমলো ৪৮৮ টাকা), ১০ গ্রামের দাম ৪৪,৪৩০ টাকা (কমেছে ৬১০ টাকা)। আর এই দাম কমার ফলে পয়লা বৈশাখের ১ মাস আগে বেশ চওরা হাসি মধ্যবিত্তের মুখে।

ভারত তথা বিশ্বের সমস্ত মানুষের কাছে সোনা একটি অত্যন্ত আকর্ষণের ধাতু। তাই এক ধাক্কায় ১৪,০০০ টাকা কমে যাওয়ার ফলে বেশ খুশি মধ্যবিত্ত। সাথেই এখন সকলেই সোনা কেনার জন্য ভিড় জমাচ্ছেন সোনার দোকানে।