Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

বিজেপিতে মহাগুরু? মোদির ব্রিগেডে থাকবেন মিঠুন চক্রবর্তী

দলের শীর্ষ নেতাদের প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

Advertisement

এবারের ব্রিগেডে বিজেপির হয়ে প্রচারে আসতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এইবারের ব্রিগেডে একের পর এক চমক দিতে শুরু করেছে রাজ্য বিজেপি। কিছুদিন আগে জল্পনা উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি এবারে ব্রিগেডের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে থাকবেন। তবে গতকাল তিনি সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। তবে বাংলার এক দাদা না থাকলেও আরেক দাদা কিন্তু থাকছেন। এবারে ব্রিগেড সমাবেশে বিজেপির সাথে উপস্থিত থাকতে চলেছেন মিঠুন দা অর্থাৎ মিঠুন চক্রবর্তী।

দলের শীর্ষ নেতাদের প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি শীর্ষ নেতারা ইতিমধ্যেই এই নিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তবে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী নয়, এবারের ব্রিগেড সমাবেশে নাকি উপস্থিত থাকতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেইমতো তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি।

ব্রিগেড সমাবেশে মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকতে চলেছেন। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন উপস্থিত থাকবেন কিনা সেই ব্যাপারে কিছু জানা যায়নি। পাশাপাশি মিঠুন চক্রবর্তী ব্রিগেড সমাবেশে যোগ দিলেও এখনো পর্যন্ত তিনি জানাননি যে তিনি বাংলার নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেবেন কিনা। তবে মিঠুন চক্রবর্তী যদি বিজেপির সঙ্গে সংযুক্ত থাকেন তাহলে এবারের নির্বাচনে মিঠুন চক্রবর্তী কে বিশেষভাবে কাজে লাগাতে চলেছে গেরুয়া শিবির।

দিন কয়েক আগে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। হঠাৎই একদিন মিঠুন চক্রবর্তীর বাংলোয় হাজির হয়েছিলেন মোহন ভাগবত। তবে, মিঠুন চক্রবর্তী পরে জানিয়ে ছিলেন, সেটা ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাতকার। কিন্তু, এতদিন ধরে রাজ্যের শাসক দলের সঙ্গে সংযুক্ত থাকার পর এবারে বিজেপির সঙ্গে সংযুক্ত হতে চলেছেন মিঠুন। তবে এখনো পর্যন্ত, তিনি পরিষ্কার করে জানাননি তিনি রাজনীতিতে আসবেন কিনা আবারো।

Related Articles

Back to top button