Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

রবিবার মোদির ব্রিগেড সমাবেশ! বড়সড় সিদ্ধান্তের পথে গেরুয়া শিবির

অন্যান্য কয়েকটি রাজ্যের প্রার্থী তালিকা আজকে বিজেপি প্রকাশ করলেও বাংলার প্রার্থী তালিকা তারা প্রকাশ করেনি

Advertisement

একুশে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন বাংলা বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রস্তুত করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সেই জন্য গতকাল বিজেপি বাংলার কোর কমিটির নেতারা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে বৈঠক করেছেন। তাতে সবাই ধরে নিয়েছিল যে আজ শুক্রবার বিজেপি তাদের প্রথম দুই দফার প্রার্থীর নাম ঘোষণা করে দেবে। কিন্তু আজকে অন্যান্য রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করলেও পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা করেনি কেন্দ্রীয় নেতৃত্বরা। দলীয় সূত্রে জানা গেছে, রবিবার নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে প্রকাশ পেতে পারে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা।

আগামী রবিবার নরেন্দ্র মোদী কলকাতায় ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন। আর তারপর বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি বলে জানা যাচ্ছে। তবে তারা আজকে তৃণমূলের মত ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবে না। প্রথম ধাপে তারা প্রথম দুই দফার ভোটের ৬০ টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করবে। প্রার্থী তালিকা ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ২ দিন সময় পাবে বিজেপি নেতৃত্বরা।

তবে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে এত কেন সময় নিচ্ছে তা নিয়ে উত্তাল গোটা বঙ্গ রাজনীতি। তবে এর ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা মনে করছেন যে বিজেপি একেবারে তাদের সব প্রার্থী তালিকা এখন থেকে প্রকাশ করতে চায় না কারণ তাদের দলের ভেতর ধিকি ধিকি করে চলতে থাকা আদি নব্য দ্বন্দ্ব। যদি বিজেপি প্রকাশিত তালিকায় তৃণমূল থেকে যাওয়া নেতারা না জায়গা পায় তাহলে তারা ফের তৃণমূলের ফিরে যাবার সমূহ সম্ভাবনা আছে। অন্যদিকে, তৃণমূল থেকে আসা কোনো নেতা প্রার্থী তালিকায় এলে তার জায়গার আদি বিজেপি নেতা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারে। হয়তো নির্বাচনের আগে নতুন কোন সমস্যা থেকে দূরে থাকতে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে এত দেরী করছে।

অন্যদিকে আজ শুক্রবার বিজেপি বিরোধী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তাদের ২৯৪ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়ছেন। আর মুখ্যমন্ত্রীর পুরনো কেন্দ্র ভবানীপুরে ঘাসফুল শিবিরের সৈনিক শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন।

Related Articles

Back to top button