সারদাকাণ্ডে আরো একবার ইডির তদন্তের মুখে কুনাল ঘোষ, বিজেপির কারসাজি বলছেন মমতা

তৃণমূল নেত্রী বারংবার অভিযোগ চালিয়ে যাচ্ছেন বিজেপি তাদের বিভিন্ন ধরনের সংস্থা গুলি কে কাজে লাগিয়ে তৃণমূল নেতাদের ফাঁসানোর চেষ্টা করছেন। এই কাজের জন্য তারা ব্যবহার করছেন ইডি, সিবিআই এর মতো…

Avatar

By

তৃণমূল নেত্রী বারংবার অভিযোগ চালিয়ে যাচ্ছেন বিজেপি তাদের বিভিন্ন ধরনের সংস্থা গুলি কে কাজে লাগিয়ে তৃণমূল নেতাদের ফাঁসানোর চেষ্টা করছেন। এই কাজের জন্য তারা ব্যবহার করছেন ইডি, সিবিআই এর মতো সংস্থা। আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার অভিযোগ চালাচ্ছেন বিজেপির উপরে। আর এবারে এই তালিকার নতুন সংযোজন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। সম্প্রতি, আরো একবার সারদাকাণ্ডে তদন্তের জন্য কুণাল ঘোষকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সোমবার সকাল ১১ টায় থেকে ডেকে পাঠানো হয়েছে। এর আগেও তাকে গত ২ মার্চ তারিখে ডেকে পাঠিয়েছিল এনফর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি জানিয়েছে, সারদাকাণ্ডের তদন্তে একাধিক নতুন তথ্য পেয়েছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার জন্যই তদন্ত সূত্রে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুনাল ঘোষ বলেছেন, “আমার যাবতীয় নথিপত্র ওদের কাছে রয়েছে। যদি আবারো প্রয়োজন পড়ে তাহলেও আমি হাজিরা দিয়ে আসব। যদি হাজার বার দরকার পড়ে তাহলে হাজারবার আমি হাজিরা দিয়ে আসব।” তবে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর নতুন অফিসার অজয় লাহুচ আসার পরে তদন্ত কিছুটা গতিপ্রাপ্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবুও এখনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করছে কুণাল ঘোষের কাছ থেকে আরো বেশ কিছু নতুন তথ্য জানা যেতে পারে। এনফর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, সারদা কাণ্ডে একাধিকবার টাকা হাত বদল হয়েছিল এবং সেই টাকার লেনদেন এখনো পর্যন্ত সরাসরি জানা যায়নি। এই কারণে তারা কুণাল ঘোষকে আবারো একবার জিজ্ঞাসাবাদ করতে চলেছেন। তবে জানিয়ে রাখি, কিছুদিন আগে কিন্তু কুনাল ঘোষ সারদা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি সরব হতেন সেই সময়। তিনি সেই সময় একটি বেসরকারি সংবাদ-মাধ্যমে ছিলেন। তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল তাকে। কিন্তু বর্তমানে তিনি তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কুনাল বারংবার বিরোধীদের একের পর এক নিশানা করে চলেছেন। কিন্তু নির্বাচনের আগে আবারো একবার এনফর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদ করবে কুণাল ঘোষের।