একুশে বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা শেষ মুহূর্তে প্রচারের কাজে মন দিয়েছেন। চলতি বছরে নির্বাচন প্রাক্কালে তৃণমূল ও বিজেপি শিবিরে ভিড় করেছে টলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটার। এবার বাংলা ক্রিকেটার মনোজ তিওয়ারি তৃণমূল প্রার্থী হিসাবে ভোটপ্রচার শুরু করলেন। আজকে মনোজ তিওয়ারি রামরাজাতলায় পুজো দিয়ে তাদের নির্বাচনী প্রচার শুরু করেছেন। তবে রাম মন্দিরে পুজো দেওয়ার পর স্বভাবতই বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সবার একটাই প্রশ্ন যে তৃণমূল প্রার্থী হয়ে কি করে মনোজ তিওয়ারি রাম মন্দিরে পুজো দিলেন?
তবে রাম মন্দিরের পুজো দেওয়া বিতর্কের জবাব দিয়েছেন মনোজ তিওয়ারি নিজেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, “রাম সকলের পূজনীয় দেবতা। এখানে যারা রামকে নিয়ে রাজনীতি করে তারা ভুল। আমি প্রচার করার আগে রাম মন্দিরের পাশাপাশি অন্যান্য মন্দিরে গিয়েও পুজো দিয়েছি। ধর্ম নিয়ে রাজনীতি করা একটি রাজনৈতিক দলের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমার লড়াই এবার ধর্মের রাজনীতি খেলা দলের বিরুদ্ধে। সাধারণ মানুষকে ধর্মের আড়ালে ভুল বোঝায় তারা।” এছাড়া এদিন নিজের দলের প্রশংসা করে মনোজ তিওয়ারি বলেছেন, “আমার দল ধর্মনিরপেক্ষ। তৃণমূল কংগ্রেস সব ধর্মের মানুষের সাথে আছে। ঘাসফুল শিবির ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেলে না।”
প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ বুধবার মনোজ তিওয়ারি তার বিধানসভা কেন্দ্রে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে সেখানে কাউন্সিলরদের সাথে বৈঠকে বসবেন। সেই বৈঠকে একুশে নির্বাচনের রণনীতি স্থির করবেন তিনি। আর তারপর গোটা শিবপুর জুড়ে ঘাসফুল শিবিরের প্রচার করতে শুরু করবেন তিনি। শিবপুরে প্রার্থী হওয়া প্রসঙ্গে মনোজ তিওয়ারি আজ জানিয়েছেন, “আমি ভাবিনি এত মানুষ আসবেন। আমরা প্রচারে ভালই সাড়া পাচ্ছি। এত লোকের ভালোবাসা দেখে আমরা অভিভূত। অঞ্চলের মানুষের জন্য কাজ করার জন্য তৃণমূলে এসেছি। তাদের সমস্যার কথা শুনে সমাধান করার চেষ্টা করব।”