Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

বিজেপি টিকিটে নির্বাচনে প্রার্থী হবেন মিঠুন? মুখ খুললেন কৈলাস বিজয়বর্গীয়

যদিও কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, যদি মিঠুন চক্রবর্তী প্রার্থী হতে ইচ্ছুক থাকেন তাহলে হাইকমান্ড ভেবে দেখবে।

Advertisement

মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানের পর থেকেই জল্পনা হচ্ছিল, তিনি হয়তো বিজেপির টিকিটে এইবারে প্রার্থী হতে পারেন। এই আলোচনার মাঝেই এবারে মিঠুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। একটি সাক্ষাৎকারে কৈলাস বিজয়বর্গীয় বললেন, “মিঠুনের এখন সামান্য শারীরিক অসুস্থতা আছে। তার সঙ্গে প্রার্থী হওয়া নিয়ে কোন কথা বলা হয়নি। তিনিও তেমনভাবে প্রার্থী হতে চাইছেন না। তবে পরে যদি উনি ইচ্ছা প্রকাশ করেন তাহলে অবশ্যই হাইকমান্ডের সাথে কথা বলা হবে।”

কৈলাশ বিজয়বর্গীয় এর এই মন্তব্যের পর এই আবারো জল্পনা শুরু হয়েছে মিঠুনের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা নিয়ে। যদিও বিজেপির তরফ থেকে তেমন ভাবে কিছু জানানো হচ্ছে না। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিয়েছেন, আগামী এপ্রিল মাস থেকে সমস্ত শুটিং বন্ধ রেখে মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে প্রচারে নামতে চলেছেন। তৃণমূলের টিকিটে এর আগেও রাজ্য সভাতে সাংসদ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে এবারে তিনি লড়াই করবেন বিজেপির হয়ে।

উল্লেখ্য, ৭ মার্চ ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি সকলকে আশ্বাস দেন যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে বাংলায় সোনার বাংলা গঠিত হবে। এর সঙ্গেই নিজের ফাটাকেষ্ট স্টাইলে প্রচার করতে শুরু করবেন বলে জানিয়ে দেন মিঠুন চক্রবর্তী। যোগদানের পর এই মিঠুন বিজেপি সরকারের প্রশংসা করেন। তারপর থেকেই শুরু হয় মিঠুন কে নিয়ে জল্পনা।

এতদিন পর্যন্ত সঠিকভাবে বোঝা যাচ্ছিল না মিঠুন ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না। তবে কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিলেন তার শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে তেমন একটা ভোটে দাঁড়াতে চাইছেন না। কিন্তু, ভোটে না দাঁড়ানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না কৈলাস বিজয়বর্গীয়। বরং তিনি এই দায়িত্বটা সরাসরি মিঠুনের উপরে ছেড়ে দিলেন।

Related Articles

Back to top button