প্রার্থী হচ্ছেন না মিঠুন চক্রবর্তী, বিজেপির হয়ে শুধু প্রচারেই থাকবেন মহাগুরু
দিন কয়েক আগে মিঠুনের বিজেপির টিকিটের লড়ার জল্পনা উস্কে দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়
বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবারে বাংলা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।মিঠুন যবে থেকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিলেন তবে থেকেই এই জল্পনা শুরু হয়েছিল। কিন্তু এবারে মিঠুন চক্রবর্তী নিজেই পরিষ্কার করে জানিয়ে দিলেন, তিনি শুধুমাত্র বিজেপির জন্য ভোটের প্রচারে অংশগ্রহণ করবেন। প্রার্থী হবার কোন ইচ্ছা তার নেই।
তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী যদি ভারতীয় জনতা পার্টির হয় এবারের নির্বাচনে প্রার্থী হতেন তাহলে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে একটা আলাদা মাত্রা যোগ করত। গত ৭ মার্চ যখন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপস্থিতিতে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করেন তখন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি শুধুমাত্র ভোটের প্রচারে থাকতে চান।
যদিও তারপরে মিঠুনের ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছিলেন, মিঠুন যদি নাও লড়তে চান তাহলে তার সাথে কথা বলা হবে। সিপিএম নেতা শঙ্কর ঘোষের বিজেপিতে আগমনের সময় কৈলাস বিজয়বর্গীয় এই সমস্ত কথাগুলো বলেছিলেন। তারপরেই জল্পনা আরো উস্কে যায়।
আর এদিন মিঠুন চক্রবর্তী একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি শুধুমাত্র ভোটের প্রচারে অংশগ্রহণ করবেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জন্য তিনি ফাটাকেষ্ট স্টাইলে প্রচার করবেন। কিন্তু কোনোরকম প্রার্থী হওয়ার ইচ্ছা তার নেই।