গায়ে হলুদ থেকে বিয়ে, রইল বুমরা-সঞ্জনার বিবাহ অনুষ্ঠানের কিছু অদেখা ছবি

গত সোমবার(১৫ই মার্চ) ছিল জসপ্রীত বুমরার ভক্তদের জন্য একটি স্মরণীয় দিন। এই দিন ভারতীয় তারকা স্পিডস্টার জনপ্রিয় টিভি উপস্থাপক সঞ্জনা গণেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সঞ্জনা একজন জনপ্রিয় টিভি উপস্থাপক এবং…

Avatar

গত সোমবার(১৫ই মার্চ) ছিল জসপ্রীত বুমরার ভক্তদের জন্য একটি স্মরণীয় দিন। এই দিন ভারতীয় তারকা স্পিডস্টার জনপ্রিয় টিভি উপস্থাপক সঞ্জনা গণেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সঞ্জনা একজন জনপ্রিয় টিভি উপস্থাপক এবং একজন প্রাক্তন মিস ইন্ডিয়া ফাইনালিস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ও চূড়ান্ত টেস্টের আগে বুমরাহকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) লিভ দেয়। প্রাথমিকভাবে, যদিও বুমরাহর বিরতির কারণ জানা যায়নি, ভারতীয় বোর্ড এক বিবৃতিতে বলেছে যে এই পেসার “ব্যক্তিগত কারণে” ইংল্যান্ড সফরের অবশিষ্ট অংশ থেকে বিরতি নিয়েছেন। তবে শীঘ্রই খেলা থেকে বিরতি নেওয়ার কারণ স্পষ্ট হয়।

গায়ে হলুদ থেকে বিয়ে, রইল বুমরা-সঞ্জনার বিবাহ অনুষ্ঠানের কিছু অদেখা ছবি

গায়ে হলুদ থেকে বিয়ে, রইল বুমরা-সঞ্জনার বিবাহ অনুষ্ঠানের কিছু অদেখা ছবি

গোয়াতে বিলাসবহুলভাবে অনুষ্ঠিত হয় বিয়ের আসর। কোভিড পরিস্থিতির কথা মাথাতে রেখে একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ সম্পন্ন হয়। রবিবার প্রাক-বিবাহ অনুষ্ঠান ও সোমবার বিয়ে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে দম্পতির ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন। তাঁদের বিবাহ সম্পন্নের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে বুমরা লেখেন, “আজ আমাদের জীবনের অন্যতম সুখের দিন। প্রেমের ভেলায় ভেসে আমরা এক নতুন পথে যাত্রা শুরু করলাম। আমাদের বিয়ের খবর ও আমাদের আনন্দ শেয়ার করতে পেরে আমরা অভিভূত।”

গায়ে হলুদ থেকে বিয়ে, রইল বুমরা-সঞ্জনার বিবাহ অনুষ্ঠানের কিছু অদেখা ছবি

গায়ে হলুদ থেকে বিয়ে, রইল বুমরা-সঞ্জনার বিবাহ অনুষ্ঠানের কিছু অদেখা ছবি

নবদম্পতিকে শুভেচ্ছা জানান বিরাট কোহলি, চাহাল সহ বাকি সতীর্থরা। এছাড়া ভক্তদের থেকে ভেসে আসে শুভেচ্ছার জোয়ার। বুমরাহকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ২০২১ চলাকালীন সময়ে আবার মাঠে দেখা যাবে, যা ৯ এপ্রিল থেকে ভারতে অনুষ্ঠিত হবে। বুমরা খেলবেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আর সঞ্জনা হল কলকাতা নাইট রাইডারসের ঘরের মেয়ে।

গায়ে হলুদ থেকে বিয়ে, রইল বুমরা-সঞ্জনার বিবাহ অনুষ্ঠানের কিছু অদেখা ছবি

About Author