বাঁকুড়ায় প্রচারে এসে ‘রামনাম’ যোগী আদিত্যনাথের, নির্বাচনে ধর্মীয় ভাবাবেগ বিজেপির তুরুপের তাস
বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচার করতে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে বিজেপি বারংবার তাদের কেন্দ্রীয় নেতাদের বাংলায় এনে ভোট প্রচার আরও সুদৃঢ় করছে। এবার ভোট যুদ্ধের আগে বাংলায় পা রেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ধর্মীয় ভাবাবেগকে তুরুপের তাস করে আজ পুরুলিয়ায় সভা সেরে বাঁকুড়া রায়পুরে রওনা দিয়েছেন। আসলে বিজেপি এটা খুব ভাল করেই জানে যে এবারের বিধানসভা নির্বাচন অন্যবারের মতো নয়। এবার যে বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে একটি হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এই মুহূর্তে তাই বিজেপি সব রকম উপায়ে প্রচার করে বাংলার মানুষের মন পেতে চায়।
আজ অর্থাৎ মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় পা রেখে বলেছেন, “বিজেপির জন্য আজকে বাংলায় রাম নাম হচ্ছে। আর সেই ভয়ে মমতাকে এখন চণ্ডীপাঠ করতে হচ্ছে। মন্দিরে ছুটতে হচ্ছে। বাংলার মানুষ পরিবর্তন চাই। আর সেই পরিবর্তন আসবে বিজেপির হাত ধরে।” বিজেপি প্রচারে যে যোগী আদিত্যনাথ আসবে তা নিয়ে কোন সন্দেহ ছিল না বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ বিজেপি শিবিরে যোগী আদিত্যনাথ স্টার ভোট প্রচারক। যোগী আদিত্যনাথ বাংলায় এসে ধর্মের আঙ্গিকে মানুষের মনের মধ্যে বিজেপির প্রতি ভালোবাসা ঢুকিয়ে দিতে চায়।
প্রসঙ্গত উল্লেখ্য, যোগী আদিত্যনাথ কিছুদিন আগেই মালদার একটি জনসভায় অংশ গ্রহণ করেছিলেন। তখনো তিনি ধর্মীয় আঙ্গিকে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, “সংস্কৃতির পীঠস্থান হবে বাংলা। এই বাংলায় অরাজকতা চলছে এবং দিনে দিনে অপরাধ বাড়ছে। এইজন্যই বাংলায় পরিবর্তন আনতে হবে।” এছাড়াও যোগী আদিত্যনাথের ভাষণে উঠে এসেছিল গো হত্যা প্রসঙ্গে। তিনি জানিয়েছিলেন যে গো তা বন্ধ করার জন্য অনেক ধরনের পরিকল্পনা নেয়া হয়েছে।