Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

নদিয়ায় বিজেপির প্রার্থী হতে পারেন মুকুল রায়, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচনে লড়াইয়ের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি। কারণ এবারের বিধানসভা নির্বাচন অন্যবারের মতো নয়। এই নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এরইমধ্যে গেরুয়া শিবির গত রবিবার তাদের তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। সেই প্রার্থী তালিকা ৫ সাংসদের নাম থাকায় রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে এবং প্রার্থীর নাম বিচার করে দলের অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হয়েছে।

এই মুহূর্তে জানা যাচ্ছে যে বিজেপির প্রার্থী হতে পারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই শক্তি প্রদর্শন করেছে এই মুকুল রায়। জল্পনা চলছে নদিয়া থেকে প্রার্থী হতে পারেন তিনি। আসলে গত ২০১৯ লোকসভা নির্বাচনে মুকুল রায় বিজেপি অত ভালো ফলের জন্য অনেকটা দায়ী ছিলেন। এবার মুকুল রায় নির্বাচনে দাঁড়ালে বিজেপির যে শক্তি অনেকটাই বৃদ্ধি হবে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

দলীয় সূত্রে জানা গেছে, আজই দিল্লিতে বৈঠক করতে উড়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়। আজকের বৈঠকে হয়তো সিদ্ধান্ত হবে যে মুকুল রায় আদেও প্রার্থী হবে নাকি। অন্যদিকে প্রার্থী তালিকা ঘোষণার পর দলের অভ্যন্তরে তীব্র সমস্যা সৃষ্টি হয়েছে। কারণ অনেক তৃণমূল দলত্যাগী নেতা বিজেপিতে গিয়ে টিকিট পেয়ে গেছে এবং তাদের সাথে পাল্লা দিয়ে টিকিট পেয়েছে টলিউড তারকারা। এর ফলে দলের পুরোনো কর্মীরা টিকিট পায়নি। এই সমস্যার সমাধান করতে গতকাল রাতেই জরুরিভিত্তিতে কলকাতার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক করেছিলেন শাহ-নাড্ডা। এরপর মুকুল রায় বিজেপির পদপ্রার্থী হচ্ছেন নাকি সেটাই দেখার।

Related Articles

Back to top button