Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা সংক্রমণ রোধে মেট্রোরেলে মানতে হবে যেসব নতুন নিয়মাবলী, জানুন

চলতি বছরের শুরুতে করোনা প্যানডেমিকের প্রভাব কিছুটা কমলেও বর্তমানে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সংক্রমণের হার। দেশের কয়েকটি রাজ্যে প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার সেইজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র…

Avatar

চলতি বছরের শুরুতে করোনা প্যানডেমিকের প্রভাব কিছুটা কমলেও বর্তমানে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সংক্রমণের হার। দেশের কয়েকটি রাজ্যে প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার সেইজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে জরুরী ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। সেখানে দীর্ঘক্ষন করোনার ভ্যাকসিন এর মাত্রা বাড়ানো নিয়ে ও করোনা সংক্রমণ কি করে ঠেকানো যায় তা নিয়ে কথা হয়। সেইসাথে মেট্রো কর্তৃপক্ষ আজ অর্থাৎ বুধবার রাতের দিকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে যা মেট্রোতে চড়তে গেলে মান্যতা করা আবশ্যক।

করোনা সংক্রমণ রোধে মেট্রোরেলে মানতে হবে যেসব নতুন নিয়মাবলী, জানুন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মেট্রো রেল কর্তৃপক্ষ আজ অর্থাৎ বুধবার রাতে একটি করোনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে মাস্ক ছাড়া মেট্রো স্টেশনের ঢোকা যাবে না। কেউ যদি না মাস্ক পড়ে থাকে তাহলে তাকে মেট্রোতে উঠতে দেবে না আরপিএফ। ক্রমবর্ধমান করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক বাধ্যতামূলক করছে মেট্রো। এছাড়া পুরনো দিনের মতো আবারো সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যক করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ রোধে মেট্রোরেলে মানতে হবে যেসব নতুন নিয়মাবলী, জানুন

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং প্রতিটি রাজ্যের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াকে আরো দ্রুত করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে প্রধানমন্ত্রী আজকে মাইক্রো কনটেইনমেন্ট জোন করার উপদেশ দিয়েছেন। বর্তমানে মহারাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে করণা সংক্রমণ। গতকাল মঙ্গলবার সংক্রমণ হয়েছে ১৭ হাজারেরও বেশি মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এছাড়াও আজ থেকে বিএমসিতে ৫০ শতাংশ রোটেশন অ্যাটেনডেন্স চালু হবে। মহারাষ্ট্র ছাড়াও করোনার প্রভাব বেড়েছে আমেদাবাদ, সুরাট, ভাদোদারা, রাজকোট ইত্যাদি এলাকায়। সেই সমস্ত স্থানে ইতিমধ্যেই নাইট কার্ফু ২ ঘন্টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে।

About Author