লক্ষ্মীবারে বাড়ল সোনার দাম, জানুন ১০ গ্রাম সোনার দাম কত?
শীতকাল মানেই বাঙ্গালীদের বিয়ের মরসুম। চলতি বছরে এই মাসে সবচেয়ে বেশি বিয়ে হচ্ছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর প্রত্যেকটি লগ্নে বিয়ের পরিমাণ লাফিয়ে বেড়েছে। কিন্তু চলতি বছরের শুরুতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মধ্যবিত্তদের কপালে দুশ্চিন্তার মেঘ ঘনীভূত করেছে। লাফিয়ে বাড়ছে প্রত্যেকটি জিনিসের দাম। আর করোনা পরিস্থিতিতে অর্থনীতির উপর ধস এখনও সামলে উঠতে পারেনি ভারত। গোটা দেশজুড়ে বিগত ২-৩ দিন ধরে সেনসেক্স নিম্নমুখী রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশীয় বাজারে।
সোনার দামে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলেছে নিম্নমুখী সেনসেক্স। বেশ কিছুদিন ধরে সোনার দাম ক্রমশ নিম্নমুখী ছিল। কিন্তু আজ লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৩১০ টাকা বৃদ্ধি পেয়েছে প্রতি ১০ গ্রামে। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৪৫৮০ টাকা। তবে রুপোর দাম এখনো অপরিবর্তিত আছে।
কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সোনার দাম মূলত নির্ধারণ করে ওয়েষ্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তারা আজকে শহর ও শহরতলীর সোনার দাম নির্ধারণ করেছে। প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪৫৮০ টাকা। সেই সাথে দোকান থেকে সোনা কিনতে গেলে যুক্ত হবে GST ও মেকিং চার্জ। ফলে লক্ষ্মীবারে সোনা কিনতে পকেটে টান পড়তে পারে মধ্যবিত্তের।