ভারতীয় রেলের গর্ব হল বিলাসবহুল “Golden Chariot” ট্রেন। IRCTC ফের তাদের এই রাজকীয় “Golden Chariot” ট্রেন পরিষেবা চালু করছে। আসলে এই ট্রেন প্রথম ২০০৮ সালে কর্নাটকের টুরিসম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা KSTDC শুরু করেছিল। পরবর্তীকালে এই ট্রেন চালানোর দায়িত্ব নিয়ে নেয় IRCTC। আসলে ২০২০ সালের জানুয়ারি মাসে KSTDC, “Golden Chariot” ট্রেনকে IRCTC কে হস্তান্তর করে। এই ট্রেনটি IRCTC এর হওয়ার পর এই প্রথমবার রবিবার তার যাত্রা শুরু করেছে। ট্রেনটি গত রবিবার যশোবন্তপুর রেলওয়ে স্টেশন থেকে তার ৬-৭ দিনের ভ্রমণ শুরু করেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগত রবিবার থেকে যাত্রাপথে এই রাজকীয় “Golden Chariot” ট্রেন বান্দিপুর, ন্যাশনাল পার্ক, মহীশূর, হালিবিদু, চিকমঙ্গালুর, আইহোল, হাম্পি ও গোয়ার ওপর দিয়ে যাবে। এই সমস্ত জায়গা পরিদর্শন করাবে এই ট্রেন। প্রথমে এই ট্রেন KSTDC এর দায়িত্বে থাকলেও ২০২০ সালের জানুয়ারি মাসে কর্ণাটক রাজ্য পর্যটন বিকাশ কর্পোরেশনের লোকসানের কারণে তারা এই ট্রেন ১ বছরের জন্য বন্ধ রেখেছিল এবং পরে IRCTC এর হাতে তুলে দেয়। এরপর থেকে পুনরায় দেশের এই রাজকীয় বিলাসবহুল ট্রেন ভারত ভ্রমণ করবে।