নিউজবাজারদর

সপ্তাহের শুরুতেই দাম কমলো সোনার, হাসি ফুটল গ্রাহকদের মুখে

২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৪৪৫৫০ টাকা

Advertisement

চলতি বছরে শুরু থেকেই অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বিয়ে অনুষ্ঠান হচ্ছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর প্রত্যেকটি লগ্নে বিয়ের পরিমাণ লাফিয়ে বেড়েছে। কিন্তু চলতি বছরের শুরুতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মধ্যবিত্তদের কপালে দুশ্চিন্তার মেঘ ঘনীভূত করেছে। কিন্তু এবার নতুন মাসের শুরুতে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাল সোনার বাজার দর। বেশ কয়েকদিন ধরে দাম ঊর্ধ্বমুখী হলেও রবিবার সোনার দামের কিছুটা হ্রাস স্বস্তি দিয়েছে স্বর্ণক্রেতাদের। আজ কলকাতাসহ নিকটবতী এলাকাগুলিতে সোনার দাম কিছুটা পতন দেখা গিয়েছে।

তবে আজ সোনার দাম এক ধাক্কায় অনেক কমে গেছে এমন নয়। তবে গ্রাহকরা এতেই খুশি যে আজ অন্যদিনের মতো পাল্লা দিয়ে বাড়েনি সোনার দাম। রবিবারের বাজারদর অনুযায়ী, ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৪৪৫৫০ টাকা। শনিবারের তুলনায় প্রতি দশ গ্রামে সোনার দাম কমেছে ১০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৪৭২২০ টাকা। ১০ গ্রামে অন্যদিনের তুলনায় দাম কমেছে ১০ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহের লক্ষ্মীবারে সোনার দাম পাল্লা দিয়ে বেড়েছিল। কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৩১০ টাকা বৃদ্ধি পেয়েছিল প্রতি ১০ গ্রামে। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছিল ৪৪৫৮০ টাকা। তবে রুপোর দাম অপরিবর্তিত আছে। অন্যদিকে আজকের দাম খুব একটা না বাড়লেও সেনসেক্সের পতন গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।

Related Articles

Back to top button