সৃজিত মুখার্জি (srijit Mukherjee)-র সঙ্গে রাফিয়াত রাশিদ মিথিলা (Rafiath Rashid mithila)-র বিয়ে হওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার মিথিলাকেও হয়তো নিজের ফিল্মের নায়িকা হিসাবে কাস্ট করবেন সৃজিত। কিন্তু সৃজিত তার ধার-কাছ দিয়েও যাননি। উপরন্তু প্রায়ই সৃজিত ও মিথিলা তাঁদের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে মিথিলা মডেল, অভিনেত্রী ও গায়িকা। ইউটিউব সার্চ করলেই প্রায়ই তাঁর একটি বাংলাদেশী হেয়ার অয়েল ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে। তাই মিথিলা মুখে যতই কিছু না বলুন পরিচালক স্বামীর কাছে স্ত্রী হিসাবে তাঁর কিছু প্রত্যাশা থাকতেই পারে। কিছুদিন আগেই জি ফাইভে মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘কন্ট্র্যাক্ট’ মুক্তি পেয়েছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে মহম্মদ নাজিমুদ্দিন (Mohammad Nazimuddin)-এর উপন্যাস অবলম্বনে।
তবে মিথিলা যথেষ্ট প্রতিভাশালী অভিনেত্রী। প্রতিভা কখনও কারোর অপেক্ষার দাস নয়। ফলে বাংলাদেশী পরিচালক অনন্য মামুন (Ananya Mamun) পরিচালিত ফিল্ম ‘অমানুষ’-এর মাধ্যমে ফিল্ম জগতে অভিনেত্রী হিসাবে ডেবিউ করতে চলেছেন মিথিলা। 20 শে মার্চ চুক্তিপত্রে সই করেছেন মিথিলা ও মামুন। ফিল্মে মিথিলার বিপরীতে অভিনয় করছেন নীরব হোসেন (Nirab hossain) 24 শে মার্চ থেকে ঢাকায় ফিল্মের শুটিং শুরু হয়েছে। এপ্রিল মাসে বান্দারবন সহ একাধিক লোকেশনে শুটিংয়ের কথা রয়েছে। মামুন বলেছেন, ‘অমানুষ’-এর প্রি-প্রোডাকশন গত চার মাস ধরে চলেছে। ফিল্মের নায়ক নীরব উচ্ছ্বসিত হয়ে বললেন, মিথিলা যখন তাঁর বিপরীতে অভিনয় করছেন তখন ফিল্মের ভবিষ্যৎ নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। এদিন সোশ্যাল মিডিয়ায় মিথিলার সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে নীরব লিখেছেন, মানুষের কষ্ট থাকে, অমানুষের মন থাকে না।
‘অমানুষ’-এর কাহিনী একটি থ্রিলার। ফিল্মের সংলাপ লিখেছেন জুয়েল কবীর (Jewel kabir) ও পাপ্পু রাজ (pappu Raj)। ‘অমানুষ’-এর টাইটেল সঙ গেয়েছেন তবীব মাহমুদ (Tabib Mahmud)।