নিউজপলিটিক্সরাজ্য

আগে গ্যাসের দাম কমান, ভোট চাইতে গিয়ে গৃহকর্তার আক্রমণের সম্মুখীন রাজু বন্দ্যোপাধ্যায়

কামারহাটি বিধানসভার জন্য প্রচারে বেরিয়েছিলেন সেখানকার বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়

Advertisement

ভোট প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা তাদের কেন্দ্রে গিয়ে একের পর এক প্রচার করছেন। তবে এবারে কামারহাটি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার করতে গিয়ে রীতীমতো বিরম্বনায় পড়লেন একজন গৃহকর্তার কাছ থেকে। গৃহকর্তা রাজু বন্দ্যোপাধ্যায় কে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম নিয়ে প্রশ্ন করলেন। এবারে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হতে চলেছে। এবং এই ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর তেতে রয়েছে সমস্ত মহল।

এবারে সেই ইস্যু নিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়কে শুনতে হলো চরম কটাক্ষ। গৃহকর্তার কাছ থেকে কার্যত অপমানিত হয়ে ফিরতে হলো রাজু বন্দ্যোপাধ্যায়কে। একটি ভিডিও ক্লিপে এই বিষয়টি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। ওই ভিডিও ক্লিপে আমরা দেখতে পাচ্ছি, কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় সমর্থকদের নিয়ে জনসংযোগ কর্মসূচি করতে শুরু করলেন। ওই গৃহকর্তার উদ্দেশ্যে হাতজোড় করে প্রণাম করতে তিনি এক প্রকার রেগে গিয়ে রাজু বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে শুরু করলেন।

ওই গৃহকর্তা বললেন, “পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমাতে হবে যদি আপনারা ভোট চাইতে আসেন। আগে নরেন্দ্র মোদিকে বলুন গ্যাসের দাম কমাতে। আমি মরে যাব কিন্তু বিজেপির কাছে যাব না। নরেন্দ্র মোদি পুরো দেশটাকে বেচে দিচ্ছেন। ভোট চাওয়াটা কর্তব্য নয়, ওটা আসল কর্তব্য আগে ওটা পালন করুন।”

গৃহকর্তার এই আচরণের রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি তাকে পাল্টা জবাব দিলেন, “গ্যাসের দাম সময় হলেই কমবে। ইলেকট্রিকের বিল বিগত ১০ বছর ধরে বাড়ছে সেটার কথা বলুন।” কিন্তু সেই গৃহকর্তা নিজের অবস্থানে অনড়। ফলে বাধ্য হয়ে ঘটনাস্থল ত্যাগ করে বেরিয়ে যান কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Back to top button