‘আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী’, ভোটের আগে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের
আগামী ১ লা এপ্রিল বাংলায় দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন আছে
বাংলায় একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। গত শনিবার রাজ্যের ৫ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এরপর দ্বিতীয় দফা নির্বাচন আছে ১ লা এপ্রিল। প্রথম দফা নির্বাচনে মোটামুটি সুষ্ঠভাবে হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে। আর নির্বাচন কমিশন বিক্ষিপ্ত অশান্তি হতে দিতে নারাজ। তাই দ্বিতীয় দফা নির্বাচনের আগে নির্বাচন কমিশন নজিরবিহীন এক আদেশ দিয়েছে। নির্বাচন কমিশন গতকাল জানিয়েছে দরকার পড়লে কেন্দ্রীয় বাহিনী নির্দ্বিধায় গুলি চালাতে পারে। কোথাও কেউ কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ করলে তাদের গুলি চালানোর অধিকার আছে। নির্বাচন কমিশনের এই আদেশে রীতিমত স্তম্ভিত রাজ্যবাসী।
আসলে প্রথম দফা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ভোটের আগে ব্যাপক বোমাবাজি হয়। আর এই বোমাবাজির জেরে টইলদারি করা পটাশপুর থানার ওসি গুরুতর আহত হন। এছাড়াও তার সাথে আধাসেনা এক জওয়ান গুরুতর আহত হন। পরে বেলা বাড়লে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। এই ঘটনায় রীতিমত রেগে যায় নির্বাচন কমিশন। সেই ক্ষোভে নির্বাচন কমিশন গতকাল সাফ নির্দেশ দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা নিজেদের আত্মরক্ষার জন্য দরকার পড়লে গুলি চালাতে পারে। আসলে এর আগেও কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর অনুমতি ছিল। কিন্তু এখন সেই অনুমতিতে আরও জোর দেয়া হলো। এই পরিস্থিতিতে ভোটাররা নিজেদের ভোটদান করতে বেরিয়ে কতটা সুরক্ষিত অনুভব করবে তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১ লা এপ্রিল দ্বিতীয় দফা বাংলা বিধানসভা নির্বাচন আছে। এই নির্বাচনে নন্দীগ্রাম সহ দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। দ্বিতীয় দফায় গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, খড়্গপুর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখীতে ভোট রয়েছে।