স্বামী রাজ চক্রবর্তীর জন্য এবারে প্রথমবার ভোট প্রচারে নামলেন বাংলার অভিনেত্রী শুভশ্রী। ব্যারাকপুর আসনে প্রার্থী রয়েছেন রাজ চক্রবর্তী। তার ভোট গ্রহণ হতে চলেছে আগামী ২২ এপ্রিল। তার আগেই স্বামীর জন্য আরো একবার নতুন করে মাঠে নেমে পড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাতে অত্যন্ত কম সময় আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব যত ভালোভাবে প্রচার করা যায় সেটাই ভালো।
শুভশ্রীকে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বুধবার রাজ চক্রবর্তী নিজে। মনোনয়নের সময় তিনি একটি মিছিল করেন। সেই মিছিলে আমরা জনমানবের ঢল দেখতে পেয়েছি। এত দিন অব্দি শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে কোনদিন সরাসরি রাজনীতিতে দেখা যায়নি।তবে এই বারের জন্য প্রথম স্বামীর জন্য ব্যারাকপুরে প্রচার করতে শুরু করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
বলিউডের অন্যতম তারকা জুটি কে দেখতে রাস্তার দু’পাশে জমে গেল মানুষের ঢল। শুভশ্রী পরনে রয়েছে হলুদ শাড়ি এবং মুখে মাস্ক। অন্যদিকে রাজ চক্রবর্তীর পুরনো রয়েছে সাদা পাঞ্জাবি। তার সঙ্গে তাদের দুজনের মুখে রয়েছে অত্যন্ত জনপ্রিয় খেলা হবে গানের স্লোগান। রাজ চক্রবর্তীর মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি ছিল চোখে পড়ার মতো। শুভশ্রী তো মিছিলে ছিলেন, তার সাথেই রাজ চক্রবর্তীর শ্যালিকা দেবশ্রী চক্রবর্তী এই মিছিলে উপস্থিত ছিলেন। ১২ নম্বর পেট্রোল পাম্প থেকে পদযাত্রা করে ব্যারাকপুরে প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজ চক্রবর্তী।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজ চক্রবর্তী বললেন, “আমি রাজ চক্রবর্তী, ১০৮ নম্বর ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের প্রত্যেকের প্রিয় দিদির কাছে কৃতজ্ঞ আমার উপর আস্থা রাখার জন্য এবং আমায় মানুষের সেবার দায়িত্ব দেওয়ার জন্য। আজ আমি মনোনয়নপত্র জমা দিতে চলেছি। আমি যদি আপনাদের দ্বারা নির্বাচিত হই, আমি কথা দিচ্ছি আমি মানুষের পাশে থাকব এবং দিদির দেওয়া প্রত্যেকটি দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব।”