‘আন্টিকে বলবো উত্তেজনা ছড়াবেন না’, মমতাকে ‘আন্টি’ বলে কটাক্ষ শুভেন্দুর

একুশের বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে আজ মমতা বনাম শুভেন্দু মহাযুদ্ধ প্রসঙ্গ নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। গতকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে রীতিমতো সিল করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্থলপথে…

Avatar

একুশের বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে আজ মমতা বনাম শুভেন্দু মহাযুদ্ধ প্রসঙ্গ নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। গতকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে রীতিমতো সিল করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্থলপথে নাকা চেকিং এবং আকাশপথে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে নজরদারি চলছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলাকায় রুট মার্চ করছে। আসলে দ্বিতীয় দফা নির্বাচনে মমতা বনাম শুভেন্দুর মহাযুদ্ধ যে হাইভোল্টেজ লড়াই হবে তা নিয়ে সন্দেহ নেই কারোর। সকাল বেলাতেই শুভেন্দু অধিকারী তার ভোট দিয়ে দিয়েছি। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে নন্দীগ্রাম রেয়াপাড়ার ভাড়া বাড়িতে আছেন। তার আজ সকালে কলকাতাতে ফিরে আসার কথা থাকলেও তিনি পরিস্থিতি বিচার করে আজ নন্দীগ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সকালে বাইকে চড়ে গেরুয়া সৈনিক শুভেন্দু অধিকারী ভোটদান করতে যান। সেখানে তিনি ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গলায় সুর তোলেন। তিনি কার্যত তৃণমূল সুপ্রিমোকে বিদ্রুপ করে বলেছেন, “আন্টিকে বলব উত্তেজনা ছড়াবেন না। শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন।” মমতা বন্দ্যোপাধ্যায়কে “আন্টি” বলে শুভেন্দু আজ কটাক্ষ করেছে। আসলে সকাল থেকে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে চললেও একাধিক ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট বসতে না দেওয়া বা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর তার ভিত্তিতেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ দ্বিতীয় দফা নির্বাচনে বাংলার ৪ জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। দ্বিতীয় দফায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১০২২০। ভোটার সংখ্যা ৭৫৯৪৫৪৯। পুরুষ ভোটারের সংখ্যা ৩৭১৩৫০৮। মহিলা ভোটারের সংখ্যা ৩৭১৩৫০৮। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৬। দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম সহ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে হবে। দ্বিতীয় দফা নির্বাচনে মোট আসনের সংখ্যা ৩০ টি যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে আছে ৯ টি, পূর্ব মেদিনীপুরে আছে ৯ টি, বাঁকুড়ায় ৮ টি ও দক্ষিণ ২৪ পরগনায় ৪ টি।