আদালতে যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপালকে ফোন মমতার
নন্দীগ্রামে বিক্ষিপ্ত অশান্তির জেরে মমতা বন্দ্যোপাধ্যায় তার নন্দীগ্রামের বাড়ি থেকে বয়াল ভোট কেন্দ্রে এসে পৌঁছেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বয়ালের ৭ নম্বর বুথকেন্দ্রে পৌঁছাতেই তৃণমূল সমর্থকরা দিদিকে জানিয়েছে সকাল থেকেই ব্যাপক ছাপ্পা ভোট পড়ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এর গাড়ি ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে বিজেপি সমর্থকরা। এর জেরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে রাফ বাহিনী নেমে গেছে। মুখ্যমন্ত্রী বর্তমানে ভোট কেন্দ্রের ভেতরে বসে আছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন যে বহিরাগতরা এসে সকাল থেকে এই ভোট কেন্দ্রে ছাপ্পা ভোট দিচ্ছে। ইতিমধ্যেই ৬৩ টি অভিযোগ জমা পড়লেও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। এই অবিচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আদালতে যাবে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা সম্পর্কে রাজ্যপাল জগদীপ ধনকর এর সাথে আলোচনা করেছেন।
বিস্তারিত আসছে…