Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘দুর্গাপুজোর আগেই প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে জমা হবে ১৮ হাজার টাকা’, প্রতিশ্রুতি মোদির

কৃষক সম্মান নিধি প্রসঙ্গ তুলে ফের মমতাকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Advertisement

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যেই প্রথম দুই দফা নির্বাচনে ৬০ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। এরইমধ্যে গেরুয়া প্রচারে ঝড় তুলতে বারংবার রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি গত শনিবার তারকেশ্বরের একটি জনসভায় উপস্থিত ছিলেন এবং সেখান থেকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে জানিয়ে দিয়েছেন যে ২ মে এর পর বিজেপি সরকার গড়তে চলেছে বাংলায়। তিনি কৃষক সম্মান নিধি প্রসঙ্গ তুলে বলেছেন, “বাংলায় কৃষকরা দিদির আমলে বঞ্চিত হয়েছেন। এবারের নির্বাচনের পর বিজেপি সরকার গঠন করলে দুর্গাপুজোর আগে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা করে জমা পড়বে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জনসভায় দাঁড়িয়ে বলেছেন, “বিজেপি যদি সরকার গঠন করতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন আমি আসব। যেই মুখ্যমন্ত্রী হোক তাকে বলবো ভাই আগে বাংলা কৃষকদের তালিকাটা আমাকে প্রস্তুত করে দিন। আমি দিল্লি থেকে টাকা পাঠাবো।” তিনি এছাড়াও বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে রাজ্য শুধু অরাজকতা সৃষ্টি করেছে। কৃষকদের হকের টাকা তাদের কাছে পৌঁছাতে দেয়নি। তাই বিজেপি ক্ষমতায় এলে কৃষকরা পুরনো টাকা সমেত মোট ১৮ হাজার টাকা করে পাবে।”

এমনকি তিনি আগের দিন বলেছেন, “যে সমস্ত বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে সেখানকার আমলারা এখন থেকেই কৃষকদের ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে নাকি দেখে নিয়ে একটি তালিকা প্রস্তুত করুক। সময় নষ্ট করা যাবে না। সব রেডি থাকলে বিজেপি সরকার করলেই টাকা পৌঁছে যাবে কৃষকদের কাছে।” বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেছেন যে নরেন্দ্র মোদি বিজেপি জেতার প্রতি এত বেশি আত্মবিশ্বাস দেখিয়ে বাংলার মানুষকে এটা বোঝাতে চাই যে এবার বিজেপি জিতবে। তাই এই ধরনের বক্তব্য রাখছেন তিনি। অন্যদিকে তৃণমূল একই পন্থা অবলম্বন করে বলছে, “নন্দীগ্রামে মমতা জিতবে। আবারো তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করবে।”

Related Articles

Back to top button