Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

উত্তমকুমারের মূর্তিতে মাথা ছুঁইয়ে প্রচার শুরু, বাবুলের হয়ে টালিগঞ্জ প্রচারে মিঠুন

সকালে মহাগুরুর সাথে শ্রাবন্তী ও পায়েলের রোড শো বাতিল করেছিল কলকাতা পুলিশ

Advertisement

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচার করছে। আগামী চতুর্থ দফা নির্বাচনের জন্য বিজেপির প্রস্তুতি তুঙ্গে। আজ টালিগঞ্জ পাড়ায় প্রচার করতে গিয়েছিলেন ওই অঞ্চলের গেরুয়া প্রার্থী বাবুল সুপ্রিয়। তবে আজ তার প্রচারে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল মহাগুরু মিঠুন চক্রবর্তী। বাবুল সুপ্রিয় টালিগঞ্জ এ প্রচার করতে গিয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে বাড়ি থেকে নিয়ে আসেন। জানা গিয়েছে মিঠুন চক্রবর্তীর বোনের বাড়ি থেকে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে বাবুল সুপ্রিয় টালিগঞ্জ এ যান। মিঠুন চক্রবর্তী টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে মহানায়ক উত্তমকুমারের মূর্তিতে মাথা ছুঁইয়ে তার কর্মসূচি শুরু করেন।

আসলে আজ সকালে বেহালাতে মিঠুন চক্রবর্তীর একটি রোড শো ছিল। তা বাতিল করে দেয় কলকাতা পুলিশ। তবে বাবুল সুপ্রিয় সুবিধা অ্যাপের মাধ্যমে টালিগঞ্জের রোড শো করার অনুমতি নিয়ে নেয়। তারপরই নিজে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে মিঠুন চক্রবর্তীর বোনের বাড়ি থেকে তাকে নিয়ে আসেন। রোড শো তে উপস্থিত থেকে মিঠুন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, “শ্রাবন্তী পায়েলদের রোড শো এর পারমিশন দিচ্ছে না পুলিশ। কিন্তু কেন এমন হবে? প্রচার করার অধিকার সব দলের আছে। এরাম করে বিজেপিকে আটকানো যাবে না। যত এরকম করবে তত বিজেপি’র জয়ের রাস্তা পরিষ্কার হবে।”

অন্যদিকে আজ সকালে মহাগুরুর সাথে পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রোড শো বাতিল হয়ে যায়। পায়েল সরকার বেহালা পূর্বের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং শাবন্তী চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। সকালে তাদের রোড শো বাতিল হওয়ায় পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি। বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে ইচ্ছা করে প্রশাসন তাদের রোড শো আটকে দিচ্ছে। অন্যদিকে শ্রাবন্তী বলেছেন, “এত ভয় পাচ্ছে বিজেপিকে? কেন এত ভয়? একটা রোড শো করতে দিতে এতো ভয় পাচ্ছে শাসক দল? এটা কাদের নির্দেশে হয়েছে তা বোঝাই যাচ্ছে। তৃণমূল এবারে হেরে যাওয়ার ভয়ে এসব করছে।”

Related Articles

Back to top button