রোজ মাঝরাতে হালকা বৃষ্টি কলকাতা শহর জুড়ে। সকাল থেকে আবার দিন উজ্জ্বল, দিনভর গরমের প্রভাব। বিকেলে আবার মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টিপাতও। উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার দরুন বুধবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে অনবরত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানায় আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উত্তাল থাকবে৷ মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ৷