গত রবিবার দেখা গিয়েছিল কালবৈশাখী। হবে তারপর থেকে আর তেমনভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারিনি তিলোত্তমায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এতদিন বৃষ্টি না হলে ও রবিবার আবারো ভিজতে চলেছে কলকাতা। রবিবার বিকেলে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, আজকে বিকেলে চরম তাপদাহ থেকে কিছুটা মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী।
আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মোটামুটি ৩৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকে ভোর বেলা থেকেই কিছু উষ্ণ ঝড়ো হাওয়া দিতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। তবে শহরতলীতে কিন্তু এই হাওয়ার দাপট তেমন একটা নেই।
হাওয়া অফিস জানাচ্ছে, শুধুমাত্র আজকে নয়, আগামীকাল কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু তারপর আবার সোমবার অথবা মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে পশ্চিমবাংলায়। বুধবার থাকবে আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের বাকী দিনে মোটামুটি ৩৬ থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে তাপমাত্রা। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মোটামুটি ২৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি।