কিছুদিন ধরেই ভারতের রাজনীতিতে বারংবার কেন্দ্রীয় সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণের কথা বারংবার আলোচনার মাঝে উঠে এসেছে। মোদি সরকার একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করতে চায়। আর এই মতের তীব্র বিরোধিতা করেছে সমস্ত বিপক্ষ রাজনৈতিক দল। তবে সম্প্রতি জানা যাচ্ছে এবার কেন্দ্রীয় সরকার তাদের প্রথম পর্যায়ে পাবলিক সেক্টর ব্যাংক বা পিএসবি বেসরকারিকরণ করতে পারে। সূত্র মারফত জানা গিয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই এই ব্যাংকগুলির বেসরকারিকরণ নিয়ে নীতি আয়োগ বৈঠক করবে।
জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল ২০২১, বুধবার নীতি আয়োগ একটি বৈঠক করবে যাতে তারা সিদ্ধান্ত নেবে যে কোন কোন ব্যাংকে আপাতত বেসরকারিকরণ করা হচ্ছে। যাদের বেসরকারিকরণ করা হবে তাদের নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে। এই বৈঠকে নীতি আয়োগ এর পক্ষ থেকে চার পাঁচটি প্রস্তাব দেয়া হবে যা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা হবে। সম্প্রতি বিজনেস স্ট্যান্ডার্ড এর একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে নীতি আয়োগ আগামী বুধবারের বৈঠকে ৪-৫ টি ব্যাংকের প্রস্তাব দেবে। তারমধ্যে দুটি ব্যাংকের নাম চূড়ান্ত করা হবে। এই লিস্টে রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক ইত্যাদি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই পিএসবি ব্যাঙ্কগুলির শেয়ার প্রায় ৩ শতাংশ উপরে উঠেছে। এছাড়াও নীতি আয়োগ জানিয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়া আরো বেশ কয়েকটি ব্যাংক বিগত কয়েক বছরের মধ্যে বিভিন্ন সরকারি ব্যাংকের সাথে জুড়ে গেছে। তাদের আপাতত বেসরকারিকরণ করার কোন চিন্তাভাবনা করা হয়নি।