নিউজরাজ্য

করোনা কাঁটায় বাতিল বেশকিছু লোকাল ট্রেন, বিপাকে যাত্রীরা

হাওড়া ডিভিশনে ১৬ জোড়া লোকাল ট্রেন বাতিল করে দিতে হয়েছে বলেই জানা যাচ্ছে।

Advertisement

বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ আবারো হু হু করে বাড়তে শুরু করেছে ভারতে। একই অবস্থা পশ্চিমবঙ্গের। প্রতিদিন বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলেছেন। আর এবারে সেই ভাইরাসের আঁচ এসে পড়ল পশ্চিমবঙ্গের রেল পরিষেবায়। এইবারে রেল কর্মীদের মধ্যে ও একাধিক সংক্রমনের ঘটনা ঘটতে শুরু হয়েছে। তার ফলে রেল প্রশাসন বাধ্য হয়েছে বেশকিছু লোকাল ট্রেন বাতিল করার জন্য। ৩০ চালক এবং ১০ জন গার্ড আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এস পি সিং বলেছেন, বুধবার ছুটির দিন ছিল তাই ট্রেন কম চলেছে। কিন্তু আগামী বেশ কয়েকদিনের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করতে হয়েছে।

অন্যদিকে হাওড়ার ডিআরএম সুমিত নারুলা বলছেন, হাওড়া ডিভিশন এর ২৫০ জন গার্ড রয়েছেন এবং তাদের মধ্যে ৩১ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। তার ফলে যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। ১৬ জোড়া বাতিল ট্রেন রয়েছে হাওড়া ডিভিশনে। এদের মধ্যে তিন জোড়া মেমারি লোকাল, একজোড়া করে বেলুড় মঠ, বারুইপাড়া, শ্রীরামপুর, পান্ডুয়া লোকাল, দুই জোড়া করে ব্যান্ডেল এবং তারকেশ্বর লোকাল বাতিল হয়েছে এবং পাঁচ জোড়া শেওড়াফুলি লোকাল বাতিল হয়েছে। এর ফলে যাত্রীদের সমস্যা কিছুটা হলেও পুনরায় শুরু হয়েছে। ট্রেন পরিষেবা কমছে, ফলে ভিড় বেড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে।

ট্রেন বাতিল এর পাশাপাশি এবারে সতর্কতাবাণী জারি করতে শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে আধিকারিকদের সামনাসামনি বসে বৈঠক বন্ধ হবে এবার থেকে। ট্রেন এবং প্লাটফর্মে সুরক্ষা সচেতনতা মেনে চলতে হবে। যারা মাস্ক পরে আসছেন না তাদের বিরুদ্ধে হয়তো এবারে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এই মুহূর্তে বহু ট্রেন চালকের এবং গার্ডের করোনা আক্রান্ত হবার কারণে তারা সঠিকভাবে ট্রেন পরিষেবা দিতে পারছেন না। তাই, ট্রেন সচল রাখার জন্য বেশ কিছুটা হিমশিম খেতে হচ্ছে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন এর উচ্চপদস্থ কর্তাদের।

Related Articles

Back to top button