কলকাতার রাজপথে মমতার হুইলচেয়ারে হাত দিয়ে ঠেললেন জয়া বচ্চন, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
মমতা ব্যানার্জি আজকে দুপুরবেলা বেলেঘাটা গাঁধী ভবন থেকে জোড়াসাঁকো অব্দি একটি পদযাত্রা করেন
একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যে চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আগামী শনিবার হতে চলেছে পঞ্চম দফার নির্বাচন। আজ নববর্ষের দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে তৃণমূলের হয়ে প্রচারে ঝড় তুললেন। তিনি হুইল চেয়ারে বসেই কলকাতার রাজপথে রোড শো করেন। তার পাশে সঙ্গী হিসেবে ছিলেন অমিতাভ পত্নী জয়া বচ্চন। সমাজবাদী পার্টি নেত্রীর পরনে ছিল হলুদ শাড়ি ওমা তাই সমাজবাদী পার্টি লাল টুপি। কিন্তু আজ তার একহাত দেখা গিয়েছে মমতার হুইলচেয়ারে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন জনসভায় ছিল না। বরং তিনি আজকে দুপুরবেলা বেলেঘাটা গাঁধী ভবন থেকে জোড়াসাঁকো অব্দি একটি পদযাত্রা করেন। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল দলের অনেক কর্মী সমর্থকরা। এছাড়াও এই পদযাত্রায় ছিলেন তৃণমূলের তারকা ভোট প্রচারক জয়া বচ্চন। গত ৪ এপ্রিল বাংলায় এসেছিলেন জয়া বচ্চন। তারপর তার চারদিন রাজ্যে থাকার কথা থাকলেও এখন বেশ কিছুদিন তিনি রাজ্যেই আছেন। তিনি প্রায় প্রতিদিন কলকাতায় একাধিক এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করছেন।
জয়া বচ্চন তৃণমূলের প্রচার করতে এসে তৃণমূল ভবনে উপস্থিত থেকে এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “আমার ধর্ম বা আমার গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আর এখানে আমি মানে আমাদের সবাইকার কথা বলছি। এখানে একমাত্র মমতাজি সবার অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা তাকে অপছন্দ করে তাদের জন্য লজ্জা! তাদের লজ্জা পাওয়া উচিত।”