পঞ্চম দফার ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই দফার ভোট গ্রহণ চলাকালীন শনিবার সকালে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সুকান্ত নগর। বিধান নগরের এই এলাকায় এদিন ভোটগ্রহণ চলছিল। সেই মুহূর্তে দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। খবর পেয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
বিজেপি অভিযোগ করে, শান্তিনগরে বেশ কিছু এলাকায় কয়েক দিন ধরে হুমকি দিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। অন্যদিকে শনিবার সকালে বিজেপি কর্মী বুথ অফিস তৈরি হলে সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে হুমকি দিতে থাকে। বিজেপির আরো অভিযোগ, যদি তারা ভোট দিতে চান তাহলে, গুলি করে মেরে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সাধারণ বাসিন্দাদের।
এই পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত এবং সংবাদমাধ্যমের বেশ কিছু কর্মী সেখানে গিয়ে উপস্থিত হন। সংবাদমাধ্যমে সব্যসাচী বাবু পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। সব্যসাচী বাবুর উপস্থিতিতেই দুই পক্ষই একে অপরের দিকে ঢিল ছুড়তে শুরু করে। কমিশনের কুইক রেসপন্স টিম খবর পাওয়া মাত্রই সেখানে গিয়ে উপস্থিত হয়। তারপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।