বলিউডবিনোদন

পয়লা বৈশাখ মাতালেন দুই বঙ্গকন্যা, বাপি লাহিড়ির বাংলা গানে তুমুল নাচ মোনালিসা ও পূজার

Advertisement

অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee) কলকাতার মেয়ে। কলকাতার স্কটিশচার্চ কলেজ থেকে স্নাতক হওয়ার পর পূজা মডেলিং শুরু করেন। কলকাতায় কিছু প্রজেক্টে কাজ করলেও পূজা হাইপ পাননি। কিন্তু মুম্বইয়ের মাটিতে সিরিয়াল ও ওয়েব সিরিজের দৌলতে বিখ্যাত হয়ে ওঠেন পূজা। তাঁর বিয়ে হয়েছে মুম্বইয়ের অভিনেতা কুণাল বর্মা(Kunal verma)-র সাথে। পূজা-কুণালের একমাত্র পুত্রসন্তান কৃশভ (Krishav)-এর জন্মও মুম্বইয়ে। এর মধ্যেই পূজা হইচই-এর ওয়েব সিরিজ ‘পাপ-2′-এর শুটিং করতে কলকাতায় এসেছেন। তাঁর সঙ্গেই এসেছেন কুণাল ও কৃশভ। এই বছর কৃশভের প্রথম হোলি ছিল। ছোট্ট কৃশভের প্রথম হোলি কাটল কলকাতায়। বাবার হাতে পিচকারি দেখে খুব খুশি কৃশভ। কিন্তু সে এখনও হাঁটতে শেখেনি। ফলে মায়ের কোলে বসেই হোলি এনজয় করেছে একরত্তি কৃশভ। তবে পূজা ও কুণাল তাকে রঙ লাগাননি। কারণ শিশুদের স্কিন খুব সেন্সিটিভ হয়। ফলে রঙের কেমিক্যাল থেকে তাদের স্কিন ডিজিজ হওয়ার আশঙ্কা থাকে। তবে পূজা ও কুণাল দুজনেই রঙ মেখেছিলেন। পূজার পরনে ছিল গোলাপি রঙের চিকনকারি কূর্তি ও সাদা পালাজো। কুণাল পরেছিলেন হোলি স্পেশ‍্যাল টি-শার্ট ও থ্রি কোয়ার্টার প‍্যান্ট। কৃশভ পরেছিল নীল টি-শার্ট ও আকাশি হাফ প্যান্ট। হোলির দিন পূজা ও কুণাল দুজনেই অন্তরঙ্গ হয়ে ছবি তুলেছেন। আপাতত সোশ্যাল মিডিয়ায় তাঁদের সেই ছবিগুলি ভাইরাল হয়েছে।

অপরদিকে মোনালিসা (Monalisa)ও কিন্তু কলকাতার মেয়ে। তিনি আশুতোষ কলেজে সংস্কৃতে স্নাতক হবার পর ওড়িয়া মিউজিক ভিডিও-য় কাজ করেন। কিন্তু নবাগতা মোনালিসা সেইসময় টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক লড়াই করেও কোন কাজের সুযোগ না পেয়ে পাড়ি জমান মুম্বই। মুম্বইতে অনেক স্ট্রাগল করার পর সুযোগ আসে ভোজপুরি ফিল্মে অভিনয় করার। ক্রমশ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন মোনালিসা। এরপর তাঁর কাছে আসে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার সুযোগ। সেই বছর সেলিব্রিটিদের পাশাপাশি আমজনতার মধ্যে থেকে কয়েকজন প্রতিযোগীকে নেওয়া হয়েছিল বিগ বসের ঘরে। অন্যান্য সেলিব্রিটিরা তাঁদের সাথে না মিশলেও মোনালিসা নিজের সেলিব্রিটি ইমেজ ভেঙে সহজেই সকলের সাথে মিশে গিয়েছিলেন। এই কারণে ‘বিগ বস’ না জিতলেও মোনালিসা দর্শকদের মন জয় করে নেন। এরপর ধীরে ধীরে তাঁর কাছে ভালো কাজের অফার আসতে থাকে।

মোনালিসা বলিউডে ডেবিউ করেন ‘ব্ল‍্যাকমেল’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। অপরদিকে টলিউড থেকেও আসতে থাকে কাজের সুযোগ। ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-এ ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন মোনালিসা। গত বছর স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নজর’-এর সিকোয়েল ‘নজর-2’ -শেষ হয়েছে। এই সিরিয়ালে মোনালিসার অভিনয় প্রশংসিত হয়েছে। প্রসঙ্গত, মোনালিসা ‘নজর’-এর প্রথম সিজনেও অভিনয় করেছিলেন। সম্প্রতি কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নমক ইশক কা’-য় অ্যান্টাগোনিস্ট-এর চরিত্রে অভিনয় করছেন তিনি। বেশ কয়েক বছর আগে মোনালিসা বিয়ে করেন ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত(vikrant singh Rajput)- কে। এই মুহূর্তে সংসার ও কেরিয়ার নিয়ে তুমুল ব্যস্ত মোনালিসা।

তবে মোনালিসা ও পূজা দীর্ঘদিন মুম্বইয়ের বাসিন্দা হলেও বাংলার শিকড়ের টান ভোলেননি। মোনালিসা এই বছর পরিবারের সঙ্গে পয়লা বৈশাখ উদযাপন করতে কলকাতায় এসেছেন। যেহেতু পূজা কলকাতায় আছেন, তাই মোনালিসা ও পূজার পরিবার মিলে আইটিসি রয়্যাল বেঙ্গলে লাঞ্চে গিয়েছিলেন। 13 ই এপ্রিল মরাঠি নববর্ষ গুড়ি পরওয়া ছিল। ফলে লাঞ্চে যাওয়ার আগে বাড়িতে গুড়ি পরওয়া পালন করেছেন পূজা। কিন্তু মোনালিসা নিজেকে রাঙিয়েছিলেন খাঁটি বাঙালিয়ানায়। মোনালিসার পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি এবং মানানসই গয়না। পূজা পরেছিলেন গ্রে রঙের শাড়ি। কূণাল রঙের ধুতি-পাঞ্জাবিতে হয়ে উঠেছিলেন বাঙালি বাবু। আইসিসি রয়্যাল বেঙ্গলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্যাকড্রপকে পিছনে রেখে বাঙালি সুরকার বাপি লাহিড়ি (Bappi lahiri)-র গান ‘তুনে মারি এন্ট্রি’-র বাংলা ভার্সন ‘তুই তো নিলি এন্ট্রি’-র সঙ্গে তুমুল নেচে ইন্সটাগ্রাম রিল বানালেন মোনালিসা ও পূজা। তাঁরা ইন্সটাগ্রামে ভিডিওটি আপলোড করতেই কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটির ভিউয়ারস এক লক্ষ ছাড়িয়ে যায়। ভিডিওটি শেয়ার করে তাঁরা লিখেছেন, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কলকাতার বুকে দেখা হওয়ার মুহূর্ত খুব সুন্দর।

Related Articles

Back to top button