২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ, সিদ্ধান্ত নিল রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষ
করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। রাজ্যগুলিতে করোনা আক্রান্তের জন্য বেড পাওয়া যাচ্ছে না। অভাব দেখা গিয়েছে অক্সিজেনের। গোটা দেশের মতোই শোচনীয় অবস্থা বাংলায়।
বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতা দেখে বেলুর মঠ কর্তৃপক্ষ ফের মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ এপ্রিল থেকে পুনরায় বেলুড় মঠ দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যাবে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত যতদিন না নির্দেশ আছে ততদিন এই মঠ বন্ধ থাকবে। আজ অর্থাৎ মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে দেশজুড়ে যখন লকডাউন শুরু হয় তখন ২৫ মার্চ থেকে বন্ধ করে দেয়া হয়েছিল বেলুড় মঠ। তারপর ৮২ দিন বন্ধ থাকার পর ১৫ জুন সবার জন্য এই মোটা আবার খুলে দেওয়া হয়। তখন করণা বিধি মেনে এই মঠে প্রবেশ করতে হতো। তারপর অবশ্য সংক্রমণ বাড়ার ফলে ২ আগস্ট থেকে এই মঠ ফের বন্ধ করে দেয়া হয়। আসলে সেই সময়ে একাধিক মঠের আবাসিক সন্ন্যাসী করণায় আক্রান্ত হয়েছিলেন। তারপর চলতি বছরে ১০ ফেব্রুয়ারি আবার বেলুড় মঠ চালু হয়। তবে সম্প্রতি আবার অনেক বেশি করোনা সংক্রমিত হওয়ায় বেলুড় মঠ বন্ধ করছে কর্তৃপক্ষ।