ভোট চলাকালীন আবারো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল দুই জায়গায়। বর্ধমানের মঙ্গলকোট এবং উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই দাবি সম্পূর্ণরূপে খারিজ করেছে।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী কোথায় গুলি চালায়নি। কমিশন আরো জানিয়েছে, গুলি চালানোর খবরের কোন সত্যতা নেই। বৃহস্পতিবার অশোকনগর আমডাঙা সীমান্তের টেংরা এলাকায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। খবর এসেছে সেই সংঘর্ষ থামানোর জন্য কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে। দাবি করা হয়েছিল শাসক দলে দুই জন কর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন।
একই রকম অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায়। বেশ কিছুদিন আগে চতুর্থ দফার ভোট গ্রহণের সময় কোচবিহারের শীতলকুচি এলাকায় গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। তারপর পঞ্চম দফাতেও গুলি চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তবে, প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ তোলেনি নির্বাচন কমিশন।