করোনার গ্রাসে আবারও এসেছে পৃথিবী। দিকে দিকে সবাই করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন। ভারতের কয়েকটি রাজ্য আংশিক লকডাউনের পথে হাঁটলেও ভোটের আবহে কলকাতা ভাসছে। এই মুহূর্তে হইচই-এর ওয়েব সিরিজ ‘পাপ-2′-র শুটিংয়ের কারণে কলকাতায় রয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee)। তিনি আদতে কলকাতার মেয়ে। কলকাতার স্কটিশচার্চ কলেজ থেকে স্নাতক হওয়ার পর পূজা মডেলিং শুরু করেন। কলকাতায় কিছু প্রজেক্টে কাজ করলেও পূজা হাইপ পাননি। কিন্তু মুম্বইয়ের মাটিতে সিরিয়াল ও ওয়েব সিরিজের দৌলতে বিখ্যাত হয়ে ওঠেন পূজা। তাঁর বিয়ে হয়েছে মুম্বইয়ের অভিনেতা কুণাল বর্মা(Kunal verma)-র সাথে। পূজা-কুণালের একমাত্র পুত্রসন্তান কৃশভ (Krishav)-এর জন্মও মুম্বইয়ে। এবার পূজার সঙ্গেই এসেছেন কুণাল ও কৃশভ। এই বছর কৃশভের প্রথম হোলি ছিল। ছোট্ট কৃশভের প্রথম হোলি কাটল কলকাতায়। বাবার হাতে পিচকারি দেখে খুব খুশি কৃশভ। কিন্তু সে এখনও হাঁটতে শেখেনি। কিন্তু করোনা আক্রান্ত এই কলকাতা যে পূজার অচেনা। কি করে তিনি ছেলেকে চেনাবেন ‘সিটি অফ জয়’-কে? তাই এবার সূর্যাস্তের আলোয় সমুদ্রের জলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া একটি ছবি শেয়ার করেছেন পূজা। ছবিতে তাঁর পরনে হল্টার নেক বিকিনি টপ ও পালাজো। ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে পৃথিবীর সুস্থতা কামনা করেছেন পূজা। তাঁর এই কামনায় যেমন সায় দিয়েছেন নেটিজেনদের একাংশ, তেমনই অপরদিকে কিছু নীতিবাগীশ নেটিজেন বলেছেন, খোলামেলা পোশাক পরলেই কি পৃথিবী সুস্থ হয়ে যাবে?
আরেক বাঙালি অভিনেত্রী মোনালিসা (Monalisa) এই বছর পরিবারের সঙ্গে পয়লা বৈশাখ উদযাপন করতে কলকাতায় এসেছেন। যেহেতু পূজা কলকাতায় আছেন, তাই মোনালিসা ও পূজার পরিবার মিলে আইটিসি রয়্যাল বেঙ্গলে লাঞ্চে গিয়েছিলেন। 13 ই এপ্রিল মরাঠি নববর্ষ গুড়ি পরওয়া ছিল। ফলে লাঞ্চে যাওয়ার আগে বাড়িতে গুড়ি পরওয়া পালন করেছেন পূজা। কিন্তু মোনালিসা নিজেকে রাঙিয়েছিলেন খাঁটি বাঙালিয়ানায়। মোনালিসার পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি এবং মানানসই গয়না। পূজা পরেছিলেন গ্রে রঙের শাড়ি। কূণাল রঙের ধুতি-পাঞ্জাবিতে হয়ে উঠেছিলেন বাঙালি বাবু।
আইসিসি রয়্যাল বেঙ্গলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্যাকড্রপকে পিছনে রেখে বাঙালি সুরকার বাপি লাহিড়ি (Bappi lahiri)-র গান ‘তুনে মারি এন্ট্রি’-র বাংলা ভার্সন ‘তুই তো নিলি এন্ট্রি’-র সঙ্গে তুমুল নেচে ইন্সটাগ্রাম রিল বানালেন মোনালিসা ও পূজা। তাঁরা ইন্সটাগ্রামে ভিডিওটি আপলোড করতেই কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটির ভিউয়ারস এক লক্ষ ছাড়িয়ে যায়। ভিডিওটি শেয়ার করে তাঁরা লিখেছেন, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কলকাতার বুকে দেখা হওয়ার মুহূর্ত খুব সুন্দর।