করোনাভাইরাস নয়, এবারে মহারাষ্ট্রের হাসপাতালে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন করোনা রোগী। মহারাষ্ট্রের পাল ঘরে অবস্থিত বিজয় বল্লভ কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে ১৩ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণ গীয়েছে বলে জানা যাচ্ছে। এই ধরনের একটি ঘটনা কিছুদিন আগে ঘটেছিল নাসিকে। সেখানে অক্সিজেন সিলিন্ডার লিক করে ২২ জনের মৃত্যু হয়েছিল।
ভোররাত সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগে। অভিযোগ ওঠে, সেই সময় হাসপাতালের পর্যাপ্ত পরিমাণে ডাক্তার এবং চিকিৎসাকর্মী অনুপস্থিত ছিল। হাসপাতালে ৯০ জন করণা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন এবং ১৭ জন ভর্তি ছিলেন আইসিইউতে। তাদের মধ্যেই গতকাল রাতেই প্রাণ হারিয়েছেন ১৩ জন। বাকিরা কোনমতে রক্ষা পেয়েছেন।
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। ইতিমধ্যেই করোনা রোগীদের সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতলে স্থানান্তরিত করার ব্যবস্থা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অগ্নিনির্বাপক ব্যবস্থার কোন প্রস্তুতি ছিল না। হাসপাতালের বিরুদ্ধে করোনা রোগীদের গাফিলতির অভিযোগ উঠছে।