Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘একসঙ্গেই থাকছি, এখনও বিচ্ছেদ হয়নি’, সম্পর্ক নিয়ে মুখ খুললেন গায়িকা সুনিধি চৌহান

বলিউডের অন্দরে খবর ভাসছিল সুনিধি চৌহান (sunidhi Chauhan)আবারও বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু সব গুজবকে উড়িয়ে দিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুনিধি বলেছেন, আপাতত তাঁর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক…

Avatar

বলিউডের অন্দরে খবর ভাসছিল সুনিধি চৌহান (sunidhi Chauhan)আবারও বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু সব গুজবকে উড়িয়ে দিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুনিধি বলেছেন, আপাতত তাঁর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ঠিক রয়েছে। তাঁরা একই সঙ্গে রয়েছেন। 2020- এর লকডাউনের সময় জানা গিয়েছিল, সুনিধির সঙ্গে মানাতে পারছেন না তাঁর স্বামী হিতেশ সোনিক (Hitesh sonic)। ফলে তাঁরা আলাদা থাকতে শুরু করেছেন। এমনকি আট বছরের দাম্পত্যে ইতি টানার জন্য বিবাহ বিচ্ছেদের মামলাও করেছিলেন তাঁরা।

তবে সেই সময় সুনিধিকে এই ব‍্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু মুখ খুলেছিলেন হিতেশ। তিনি বলেছিলেন, সুনিধির সময় নেই এইসব বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর। তাই তিনি উত্তর দিতে চাননি। হিতেশ নিজে মজা করে বলেছিলেন, তাঁর ঘর পরিষ্কার করা হয়তো সুনিধির পছন্দ হয়নি। তাই এই ধরনের গুজব রটেছে। সেই সময় হিতেশ বলেছিলেন, তাঁরা এক ছাদের তলাতেই আছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুনিধির প্রথম বিয়ে হয়েছিল মাত্র আঠারো বছর বয়সে। সেই সময় কোরিওগ্রাফার ববি খান (Bobby khan)-কে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। এরপর 2010 সালে সুনিধি ও হিতেশের সম্পর্ক তৈরী হয়। 2012 সালে তাঁদের বিয়ে হয়। সুনিধি-হিতেশের রিসেপশন পার্টি হয়েছিল গোয়াতে। 2018 সালে একটি পুত্রসন্তানের জন্ম দেন সুনিধি।

About Author