করোনা ভাইরাসের ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে এবং সেই পরিস্থিতিতে এবারে বাতিল হতে চলেছে বেশকিছু লোকাল ট্রেন। বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন বাতিল হওয়া শুরু করেছিল। এর আগেও আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন বাতিল হয়েছে। এর আগে শিয়ালদা ডিভিশনের বেশ কয়েকজন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই মুহূর্তে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করতে বাধ্য হয় পূর্ব রেলওয়ে। তারপরেই হাওড়া ডিভিশন এর ক্ষেত্রেও একই সমস্যা দাঁড়ায় পূর্ব রেলের কাছে।
লাগাতার রেলকর্মীরা করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এরকম পরিস্থিতিতে রেল পরিষেবা চালু রাখা বেশ সমস্যাজনক হয়ে দাঁড়িয়েছে পূর্ব রেলের কাছে। অপরদিকে আজকে আবার শনিবার। এমনিতেই করোনা ভাইরাসের কারণে যাত্রী সংখ্যা কমছে। আর আজকে শনিবার হওয়ার কারণে যাত্রীর চাপ অনেকটা কম। এই কারণে পূর্ব রেলওয়ে তরফ থেকে ঘোষণা করা হয়েছে শনিবার শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের বেশকিছু লোকাল ট্রেন বাতিল থাকবে।
জানা যাচ্ছে, শনিবার শিয়ালদা ডিভিশনের ১০৯ লোকাল ট্রেন বাতিল থাকছে। এবং হাওড়া ডিভিশন এর ৪০ টি লোকাল ট্রেন বাতিল রাখছে পূর্ব রেলওয়ে। তার পাশাপাশি হাওড়া ডিভিশনে ১৬টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল রাখার কথাও ঘোষণা করে দিয়েছে পূর্ব রেলওয়ে। সুতরাং করোনাভাইরাস পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য পূর্ব রেলওয়ে তরফে প্রস্তুতি তুঙ্গে।