পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং এই কারণে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর অনুরোধে অরবিন্দ কেজরিওয়াল বাড়ালেন লকডাউন এর মেয়াদ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক বৈঠক করে দিল্লির লকডাউন মেয়াদ বৃদ্ধি করার ঘোষণা করে দিলেন।
সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। পরিস্থিতি খুব খারাপ। করোনাভাইরাস রোগীর সংখ্যা দিন প্রতিদিন বেড়েই চলেছে। কোন হাসপাতালে নেই বেড, না আছে কোথাও অক্সিজেন। এই অবস্থায় সংক্রমণ কমানোর একটি মাত্র রাস্তা, শুধুমাত্র লকডাউন। সংক্রমণ কমানোর জন্য তাই এবারে লকডাউন এর পথে হাঁটতে চলেছে কেজরিওয়াল সরকার। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য লকডাউন হতে চলেছে দিল্লিতে।
আপনাদের জানিয়ে রাখি গত সপ্তাহের ১৯ এপ্রিল তারিখে প্রথমবার লকডাউন ঘোষণা করা হয়েছিল দিল্লি সরকারের তরফ থেকে।লকডাউন শেষ হবার আগেই আরো সাত দিন পর্যন্ত লকডাউন এর মেয়াদ বাড়িয়ে দিল দিল্লি সরকার। ফলে এবার ৩ মে অবধি শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য ছাড় রয়েছে রাজধানীতে।